Somewhere in....blog, বাঁধ ভাঙ্গার আওয়াজ, অনেক বাংলা ব্লগে ঢু মেরেছি কিন্তু বাংলা লেখার এমন মিলন মেলা কোন ব্লগে দেখিনি। সব ব্লগই পক্ষপাত দুষ্ট। কিন্তু ইদানিং সামু ব্লগে যে হারে জামাত-শিবির-হুজি চেপেছে তাতে এ ব্লগে আসবো কিনা ভাবতে হবে। রমজান মাস সংযমের মাস। এই সংযম রক্ষায় যারা ব্লগিং করছেন তাদের ব্লগিং এর নমুনা দেখলে তারা সত্যিকারের মুসলমান কিনা প্রশ্নবিদ্ধ হয়! সকাল সকাল স্ক্রিনে কুকুর, গাধার বিকালঙ্গ ছবি আরেক ব্লগারেকে হেয় করে পোষ্ট।
আমাদের ইসলাম ধর্মে কি তাহলে এই শিক্ষা দেয়। কেউ যদি ধর্ম নিয়ে কুটুক্তি করে, আমার মতে আপনি যদি ইসলাম ধর্ম নিয়ে খুব জানেন তাহলে কোরআন বা হাদিস এর আলোকে আল্লাহ্ বা নবীজির বানী শুনিয়ে দিন। আপনারা মুখে ইসলাম রক্ষার কথা বলবেন কমেন্টস করবেন গালাগাল দিয়ে, পশু প্রানীর ছবি দিয়ে আরেকজনকে হেয় করবেন এ কোন ধরনের মানসিকতা?? মডারেটররা রমজান মাস উপলক্ষে বিভিন্ন ইসলামিক বিষয় প্রচার করছেন নিশ্চয় ভালো উদ্যেগ, এটা কি সারা বছর কন্টিনিউ করা যায় না?? নাকি শুক্রবারের নামাজীদের মত? সপ্তাহের অন্যান্য বারে মসজিদে গিয়ে মুসল্লি পাওয়া দায় কিন্তু শুক্রবারে দেখা যায় রাস্তা আটকিয়েও জামাত আদায় করছে! তাই মডারেটরদের প্রতি অনুরোধ সারা বছরই এমন পোষ্ট দিন। সামুতে ইদানিং হুজির প্রচারনা চোখে পড়ার মতো, যেখানে জাতীয় পত্রিকাগুলো তাদের দেশের জন্য হুমকী মনে করছে সেখানে সামু তাদের ব্যানার লিফলেটসহ দাওয়াতী পোষ্ট প্রচার করছে! শোনা যাচ্ছে হুজির হয়ে জামাত-শিবির কাজ করে যাচ্ছে। জামাত-শিবিরতো এখন বিএনপি'র খাড়ার ঘা।
সন্মানিত মডারেটরগণ আপনারা লক্ষ করবেন আপনারা যদি জামাত-শিবির-হুজিদের প্রচারনায় সহযোগিতা করবেন তাহলে আপনাদের ব্লগ অন্যান্য বাংলা ব্লগের ব্লগারহীন করুন পরিনিতি বরণ করবে। অবেশেষে জামাত-শিবির ও হুজি মুক্ত ব্লগের অপেক্ষায় রইলাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।