আমাদের কথা খুঁজে নিন

   

ভয়াবহ????? ইংল্যান্ডে তাপদাহে ৭৬০ জনের মৃত্যু !!!!!

ইংল্যান্ডে প্রচ- তাপদাহে গত ৯ দিনে ৭৬০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার দেশটির বিভিন্ন অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা আর ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলেই সরকারের পক্ষ থেকে চার নম্বর জরুরী সতর্কতা জারি করা হবে। গত বৃহস্পতিবার টানা ষষ্ঠদিনের মতো ইংল্যান্ডে দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রেকর্ড করা হয়।

যা গত সাত বছরের ইতহাসে সর্বোচ্চ তাপমাত্রা। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকেল মেডিসিনের পরিচালিত এক গবেষণায় দেখা যায়, প্রচ- তাপদাহের কারণে প্রথম নয়দিনে শুধু ইংল্যান্ডেই ৫৪০ থেকে ৭৬০ জনের মতো মানুষের মৃত্যু হয়েছে। আর এই তাপমাত্রা যদি সপ্তাহের শেষ পর্যন্ত বহাল থাকে তাহলে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাপদাহের ফলে তিন নম্বর সতকর্তার মানে হলো, গরম আবহাওয়ার কারণে বিভিন্ন ধরনের সমস্যার হাত থেকে বাঁচতে জনসাধারণকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা। একই সঙ্গে সবচেয়ে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোর জন্য সামাজিক ও স্বাস্থ্যসেবাদান প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা।

গত নয়দিনে অ্যাম্বুলেন্সের ব্যবহার অন্যান্য সময়ের তুলনায় ৩০ শতাংশ বৃদ্ধি পেতে দেখা গেছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য অধিদপ্তরের একটি নির্বাহী সংস্থা পাবলিক হেলথ ইংল্যান্ডের পক্ষ থেকে বারবার জনসাধারণকে গরম আবহাওয়ার কারণে নানা ধরনের শারিরীক সমস্যা হতে পারে বলে সতর্ক করে দেওয়া হচ্ছে। সংস্থাটি লোকজনকে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত বাইরে বের না হতে বলছে। এমনকি কায়িক প্ররিশ্রম না করতেও বলছে। দেখুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.