টিপাইমুখ নিয়ে দেশের লোক শঙ্কিত ও আতংকিত। কিন্তু এর চেয়ে বড় আতঙ্কের কথা হল যদি দেশের শীর্ষ স্থানীয় মেডিকেল কলেজ ও হাসপাতাল গুলুকে ইউনিভার্সিটি বানানো হয়। কারন এই প্রতিষ্ঠান গুলুই দেশের আপামর জনগণের চিকিথসা সেবা দিয়ে যাচ্ছে। এসব হাসপাতালে এখন ধারণক্ষমতার কয়েকগুন রুগীর চিকিথসা বিনা মূল্যে হচ্ছে। ঢাকা মেডিকেল সহ এইসব হাসপাতালই হল দেশের নিঃস্ব রুগীর একমাত্র আস্রয়স্থল।
এরা কোথায় যাবে?? বিনা চিকিথসায় এরা রাস্তায় পড়ে মরবে। যেকোনো ধরনের দুর্ঘটনা বা দুর্যোগে( ১৯৫২,১৯৬৯,১৯৭১,রমনার ঘটনা, ২৩শে আগস্ট এর ট্রাজেডি, সিরিজ বোমা বা নরশিঙ্ঘদি এর স্পিরিট খেয়ে শতশত লোকের চিকিথসা) বিশেষ করে ঢাকা মেডিকেল এর বিকল্প নাই। বর্তমানে জরুরী সেবা বলতে এইসব হাসপাতালেই কিছু বাকি আছে। বিভিন্ন প্রাইভেট হাসপাতাল এ সম্প্রতি ভাংচুর হওয়াতে কেউ আর এখন জরুরী কোন রুগীর সেবাদান করছে না। এগুলোকে গনহারে ইউনিভার্সিটি করা হলে সাধারন মানুষের চিকিথসা মারাত্মক ব্যাহত হবে।
অল্প সংখ্যক সুবিধাবাদি ডাক্তার শুধু বেক্তিগত সুবিধার কথা চিন্তা করে এগুলুকে পরযায়ক্রমে ইউনিভার্সিটি বানাতে চাইছে। এটা যেকোনো ভাবে রুখতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কে বুঝাতে হবে এটা জনগণের কোন উপকারে আসবে না। বরং জনগণের স্বাস্থ্য সেবাকে বিপুল ভাবে ক্ষতিগ্রস্ত করবে। টিপাইমুখ হলে সরাসরি হয়ত কেউ মরবে না।
কিন্তু এসব হাসপাতাল ইউনিভার্সিটি হলে, বিশেষ করে ঢাকা মেডিকেল কে ইউনিভার্সিটি করলে অসংখ্য সাধারন লোক বিনা চিকিথসায় রাস্তায় পড়ে মরবে। আল্লাহ্ না করুন যদি কোন প্রাকৃতিক দুর্যোগ ঢাকাতে হয়( যেমন ভুমিকম্প) তাহলে লোকজনের চিকিথসা কোথায় হবে। আমাদের আরও অনেক হাসপাতাল এর দরকার। নুতন নুতন হাসপাতাল ইউনিভার্সিটি করে জনগণের স্বাস্থ্য সেবার মান আরও বাড়ানো হউক। কিন্তু তা না করে ইউনিভার্সিটি এর নামে এইসব হাসপাতালকে সাধারন জনগণের আওতার বাহিরে নিয়ে গিয়ে স্বাস্থ্য সেবাকে হুমকির মুখে ঠেলে দিয়ে, শুধুমাত্র বেক্তিস্বার্থ উদ্ধার করতে গুটি কয়েক মহল সচেষ্ট।
দয়াকরে আপনারা শুধু নিজের স্বার্থ না ভেবে নিরপেক্ষভাবে চিন্তা করে জাতীর জন্য কিছু করুন। যারা এখন ইউনিভার্সিটি করতে চাচ্ছেন তাঁরা যদি ওখান থেকে কোন ফায়দা নিতে না পারেন তাহলে কি আপনারা ইউনিভার্সিটি এর পক্ষে থাকবেন? নিজের বিবেককে জিগ্যেস করুন আপনার এই পদক্ষেপ কীসের জন্যে!!!! ইউনিভার্সিটি এর জন্য আসুন নুতন ক্যাম্পাস খুঁজি, নুতন ভাবে হাসপাতাল,ইউনিভার্সিটি বানাই এতে জাতি কিছু পাবে। আপনারাও অনেক কিছুই পাবেন। নুতন নুতন পোস্ট হবে। সবার জন্য সুজুগ উন্মুক্ত হবে।
আসুন সবাই মিলে তাই করি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।