আমাদের কথা খুঁজে নিন

   

“মর্ডান জন্মদিনের ভয়াবহ কাহিনী”

তাঁর জন্যেই কাঁদো যে চোখের জলের মূল্য দিতে জানে অন্যথায় চোখের জলে সাগর বানিয়ে কোনো লাভ নেই। আজ কালকার যুগে আমরা জন্মদিনে বয়-ফ্রেন্ড কে গার্ল-ফ্রেন্ড অথবা গার্ল-ফ্রেন্ড কে বয়-ফ্রেন্ড কিংবা অন্যান্য বন্ধু বান্ধবরা উইস করা, মোবাইলে কল করা, এস এম এস করা, মেইল করা, কার্ড দেয়া, গিফট দেয়া, ঘুরতে যাওয়া , কেক কাটা, পার্টি করা, হৈ চৈ আর আনন্দ উল্লাস নিয়ে মেতে থাকি কারন এই দিনে জন্ম হয়েছি ......... অথচ এই দিনে একজন মা তাঁর জীবনের সবচেয়ে ভয়াবহ সময়ের সন্মুক্ষীন হয়, কত শত মা তাঁর জীবন বিসর্জন দেন তাঁর সন্তানকে পৃথিবীর মুখ দেখাতে গিয়ে আর দশ মাসের অকল্পনীয় কষ্ট সহ্য করার কথা নাই বা বললাম......... জন্মদিনে আমরা সেই মায়ের জন্য কি করি...?? নিশ্চই কিছু করার সময় পাইনা কারন আমরা আমাদের উল্লাস নিয়ে ব্যস্ত থাকি , তাহলে কি আজকের দিনে আমরা জন্মদিন নামে মায়ের কষ্ট কে আনন্দ উল্লাস করে অপমানিত করছি না???? অথচ সন্তান হিসেবে আমাদের উচিত জন্মদিনে এবং সব সময় এই মহীয়সী মায়ের জন্য সৃষ্টি-কর্তার কাছে প্রার্থনা করা। মহান সৃষ্টি-কর্তা আমাদের সবাইকে মায়ের হক পালন করার তাওফিক দান করুন এবং পৃথিবীর সকল মাকে ভাল রাখুন দীর্ঘ জীবি করুন আর যে সকল মা পৃথিবী ছেড়ে চলে গেছেন সে সকল মাকে জান্নাতের সুশীতল ছায়া দান করুন ... (আমিন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।