আমাদের কথা খুঁজে নিন

   

সীমানা বাড়িয়ে দাও

www.adityaanik.com

সীমানা বাড়িয়ে দাও আদিত্য অনীক আমার জন্ম পদ্মাপাড়ের ফরিদপুর আমার মাতৃভূমির প্রান্তসীমা কতটা দূর? দিনাজপুরকে দু’ভাগ করে সাব্যস্থ হয় অর্ধেক আমার মাতৃভূমি,বাকিটা নয়। এটা কেমন করে হয়? বিষ আর হিংসার ছোবলে অখন্ড ভূখন্ড খান খান করে আপন মসনদ গড়েছে মতালোভী ও মেধাবী শাসকগোষ্ঠী। মসনদ গড়ার ডামাঢোলে যাদের প্রাণ গেছে তাদের মরা গলায় শহীদের ফাঁস পড়েছে। প্রজন্মের কয়েদখানা আরো সংকীর্ণ হয়েছে নিরংকুশ সেবার নামে মা খন্ড বিখন্ড হয়েছে। খন্ডিত মা নয় আমি অখন্ড পৃথিবীর সন্তান আকাশের নীল থেকে মাটির প্রোথন মেরু থেকে অলকা জল থেকে বালুকা আমার মানস যতদুর যায়-সে আমার মাতৃভূমি মসনদওয়ালা তোমার বেড়া তুলে নাও পৃথীবির বুকে অবাধ চলার স্বাধীনতা দাও বিশ্বায়নের সকল দুয়ার খুলে দাও, রিক্ততা ও নিঃস্বতা ছাড়া কিছু নেই তো নেবার বিনিময়ে আমি অধিকার চাই সারা বিশ্বকে আমার মাতৃভূমি ভাবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।