"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
সীমানা
একই আকাশের নীচে তুমি আমি-
একই সমান্তরালে দুজনের অবস্থান,
সীমারেখা শুধু ভিন্ন।
স্থানিক দূরত্ব নির্ণয়ে শুধু-
অক্ষাংশ আর দ্রাঘিমাংশের মাণগত পার্থক্য।
তাইতো, তুমি যখন দেখো আকাশে মেঘ ভাসে,
আমি তখন দেখি জ্বলজ্বলে সূর্যটা হাসে।
তুমি যখন পলল জোছনার নির্যাসে
আমাকে ভেজাবে বলে দু’হাত বাড়াও,
আমি তখন অমানিশার আঁধারে ডুবে যাই।
পায়ের নীচে কোমল মাটির স্পর্শ খুঁজি;
দূরত্বের বাঁধন আগলা হতে থাকে দুজনের।
শীতের কুয়াশায় তুমি সহসা ঢাকা পড়ে যাও,
আর আমি! বৃষ্টিতে ভিজে একাকার!
কাদাজলে তোমার স্পর্শের
বুদ্বুদ ছুঁতে চাই পরম মমতায়।
হাতের তালুতে আমার বিদ্যুৎ খেলা করে,
অনুভবে রঙধনু হেসে ওঠে।
তুমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলো-
এবার গ্রীষ্মে আমি তোমার কাছে যাবো।
ঠিক তখনই বর্ষা থেমে যায়,
শরতের আকাশ থেকে মেঘ ছুটে যায়।
তুমি আসবে জেনেই-
আমি সেই মেঘের ভাঁজে ভাঁজে চিঠি গুঁজে দিই।
এবারের বসন্তে আমি তোমার পথ চেয়ে রবো,
তুমি এলে আমার সাজানো বাগানে ফুল ফুটবে।
কোথাও কোন বিভেদের সীমারেখা থাকবেনা,
অক্ষাংশ-দ্রাঘিমাংশ সব মিলে মিশে এক হয়ে যাবে।
মনের বাঁধন আলগা হলে স্থানিক দূরত্ব এমনিতেই ঘুচে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।