আমাদের কথা খুঁজে নিন

   

সীমানা

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

সীমানা আকাশের দূর সীমা ছাড়িয়ে- নীল সাগরের ঐ দিগন্ত পেরিয়ে, সোনালী সূর্যটা যখন যায় হারিয়ে; একাকী আমি তখন তোমায় খুঁজি, সন্ধ্যাকাশে তুমি শুকতারা বুঝি! মিটিমিটি জ্বলো ঐ আকাশের গায়ে। আমার যত ভালবাসা, যত আশা-প্রত্যাশা সাদা মেঘের দল নিয়ে যায় ভাসিয়ে, নীরবে লুটায় যেন তোমারি পায়ে। (ডায়েরীর পাতা থেকে, ১৯৮২)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।