আমাদের কথা খুঁজে নিন

   

আমার সীমানা

আমার অনুভব লেখনীতে নয়, রঙ এর ক্যানভাস এ আঁকা তারপর ও লিখতে চাই

আমাদের সব গ্রামগুলো যমজ, কোন অমিল ই নেই। চুলার ধোঁয়ায় এলোমেলো হয়ে যাওয়া ভোরের রোদ কিংবা নিঃসঙ্গ দেবীর মতো মিইয়ে যাওয়া পানা পুকুরে শাপলার দল। মাঠে সেই সবুজ কার্পেট,উপরে উদাত্ত আকাশ ক্ষণে,ক্ষণে যেথায় ধূসর,সাদা,নীল পরীদের ছড়াছড়ি। ঘণ দুপুর নামলে বয়েসী বটের পাতার গলে আলো যখন চুঁইয়ে পড়ে,রাখালের বিশ্রাম সবুজের পর সবুজ দিগন্তে ছড়িয়ে যায়। ক্ষেতের ফাঁকে ফাঁকে আঁকা পথ গুলো সব বাড়ির সীমানায় এসে দাঁড়ায় যেন পথ দেখানো মায়ার কুটির প্রহরী।

ভীষন বর্ষায় জলে জলে একাকার, প্রতিটি বৃষ্টির জল যেন মৃত্তিকার সখী। কচুর ছাতায় করে কৈশোরের বাড়ি ফেরা কিংবা দুপুর ফাঁকি দিয়ে নৌকার গলুইয়ে বসে মাছের জনয অপেক্ষার প্রহর গোনা অথবা দুরন্ত রৌদ্রের জলে উদ্দাম ঝাঁপাঝাঁপি। কাদায়,পানি এক করে ঘণ জলের ছবি কি ভাবে আঁকতে হয আমরা জানিনা,এই শহুরে জীবনের আমরা ভাবতে পারি কেমন হতে পারে। আমরা সীমানায় আবদ্ব,আমরা জীবনের ফাঁদে আটক। আমরা শুধু বর্ষার জল যান্ত্রিক জানালা গলিয়ে হাত পেতে অনুভব করতে পারি, এর বেশি কিছু না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।