আমাদের কথা খুঁজে নিন

   

অনুভূতির নীল সীমানা

আজিকে আমার মনের বাসনা এক শীতল নদীর ঢেউ ; সৈকতে এসে সিক্ত আবেশে যেন উন্মনা কেউ। ঊষার লগনে গোধুলীর সীমা সেই সীমানাতে আমি গোধূলীমা ; ইন্দ্রধনু ছুঁয়ে আজ আমি- নীল আকাশের সেই নীলিমা। - আজিকে আমার হৃদয়ে মাঝেতে চঞ্চলা আমি প্রেমের আবেশে ; আমার মৌন প্রেমের আকাশে.. উদাস আমি যে সেই লালিমাতে। নদীর জলে চাঁদের আলোর স্নিগ্ধ রুপালি আভা; তারই মাঝে আমি উন্মনা চির সে রাত্রির পূর্নিমা। পদ্মা, মেঘনা, যমুনার পাড়ে হেঁটেছি আজ আমি দিশেহারা হয়ে ; বাঁধ ভেঙে আজ সব কাল ভেঙে পৌঁছেছি আমি রক্তিম দ্বারে। সন্ধ্যাগড়ানো আঁধারের বুকে আজি নক্ষত্রের প্রাপ্তি, যেন মৌনতা নিয়ে স্নিগ্ধ আমেজে আমি সে রাত্রির সমাপ্তি ॥

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।