আমরা বাংলাদেশিরা অনেক সময়েই হুজুগে মাতি। আমাদের মিডিয়াও এর বাইরে নয়। এই হুজুগ থেকে কবে মুক্ত হবে দেশ? অনেকেই হয়তো ভাবছেন এই কথা কেন বলছি। আরে ভাই বলছি, আমাদের সবার বোকামো নিয়ে। টাইম ম্যাগাজিনের প্রতিবদেন আর শেখ হাসিনাকে বড় বানানোর চেষ্টা নিয়ে।
ঘটনা হলো যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকী এই মুহুর্তে বিশ্বের বিভিন্ন দেশে ক্ষমতায আছেন এমন ১২ জন নারিকে নিয়ে একটি নিউজ করেছে। নিউজের শিরোনাম টপ টুয়েলভ ফিমেল লিডারস অ্যারাউন্ড দ্যা ওয়ার্ল্ড। নিউজে এই মুহুর্তে রাষ্ট্রপ্রধান হিসেবে ক্ষমতায় আছেন এমন নারীদের নাম এবং তাদের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হযেছে। তালিকায় সবার আগে আছেন থাইল্যান্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইংল্যাক। মূলত সর্বশেষ নির্বাচনে ইংল্যাক-কের জয়কে কেন্দ্র করেই এ মুহুর্তে ক্ষমতায় থাকা আরো ১১ জন নারী রাষ্ট্রপ্রধানের নাম এসেছে।
তাই ওই প্রতিবদেনে ১২ জনেরই জীবনী দেওয়া হযেছে। তাতে শেখ হাসিনার নাম এসেছে সাত নম্বরে। কিন্তু অদ্ভুত বিষয় হলো বাংলাদেশের সবগুলো মিডিয়া নিউজ করেছে টাইম ম্যাগাজিনের প্রভাবশালী নারীদের তালিতায় শেখ হাসিনা সপ্তম। প্রথম ইংল্যাক।
এদেশের কোন মিডিয়ার কোন বার্তা প্রধানের মনে হলো না এটি কিসের তালিকা? যদি নারী ক্ষমতাশালীদের তালিকাই হয় তাহলে কেন এই তালিকায় প্রথমেই সদ্য নির্বাচিত ইংল্যাকের নাম।
কেন সোনিয়া গান্ধী বা হিলারি ক্লিনটনের নাম নেই। কারো মাথায়ই সেটি এলো না। আর শেখ হাসিনার দিক থেকে চিন্তা করলে ইংল্যাকের চেয়ে শেখ হাসিনা বিশ্ব রাজনীতিতে অনেক প্রভাবশালী এবং শেখ হাসিনার অবদানও বেশি।
কিন্তু এসবের কোনটাই না ভেবে এদেশের মিডিয়াগুলো নিউজ করে দিলো শেখ হাসিনা প্রভাবশালীদের তালিতায় সপ্তম। আর আওয়ামী লীগ-এর কর্মীরা শেখ হাসিনার নাম দেখে মহা আনন্দে নাচতে লাগলো।
তারা মনে করলো এটিও শেখ হাসিনার একটি অর্জন। কি হাস্যকর বিষয়।
আনন্দ না করে সরকারের উচিত ছিলো এই প্রতিবেদনরে তথ্য বিভ্রাটের প্রতিবাদ করা। কারণ টাইম ম্যাগাজিনে শেখ হাসিনার জীবনীতে বলা হয়েছে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক হামলায় শেখ হাসিনার ছেলে, ভাই ও বাবাসহ ১৭ জন মারা গেছেন। কি অদ্ভুত।
১৫ আগস্ট শেখ হাসিনার ছেলে মারা গেলো কিভাবে? এমন তথ্য বিভ্যাট দিয়ে যে নিউজ প্রকাশিত হয় সেই নিউজ নিয়ে খুব বেশি আনন্দের কি সুযোগ আছে। আমরা হুজুগ মাতি বলেই হয়তো এটা সম্ভব।
এই হচ্ছে টাইম ম্যাগাজিনের সেই নিউজ।
http://www.time.com/time/specials/packages/completelist/0,29569,2005455,00.html
এটা হচ্ছে শেখ হাসিনার জীবনী।
http://www.time.com/time/specials/packages/article/0,28804,2005455_2005458_2005459,00.html ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।