আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা
আমি নিজে মাঝে মাঝে ইংলিশ গান শুনি কিন্তু গানের আগা মাথা কিছুই বুঝি না কি যে বলে ………..তাই আমি লিরিকস বূঝার একটা সহজ সমাধান অনেকদিন ধরেই খূজতেছিলাম। আবার আপনারা অনেকেই ইংলিশ গান শুনেন বা যারা IELTS বা Toffel ইত্যাদি পরীক্ষার প্রস্তুতি নেন তাদের জন্য ইংলিশ মুভি ,আর গান শুনাতো একেবারে ফরজ। অনেকেই হয়ত ভাবতেছেন ইন্টারনেট হতে লিরিকস তো নরমালি নামিয়ে সেভ করে গান শুনা যায় । এতে এত এক্সাইটেড হওয়ার কি আছে??আছে ভাই আছে ঘটনাতো আছেই একটা।
এই সফটওয়্যারটির নাম Minilyrices ।
এই সফটওয়্যারটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এটি আপনাকে টাইম টু টাইম মিলিয়ে লিরিকস প্রদর্শন করবে এবং আপনাকে লিরিকসটি ডাউনলোড করতে হবেনা গান চালু করার সাথে সাথে এটি নিজে নিজে ডাউনলোড করে নেবে। মনে করুন আপনি AKon এর Mr lonely গানটি শুনছেন এই গানের একটা অংশ হচ্ছে iam so lonely ,iam mr lonely,i have nobody । আপনি যখন কানে এই অংশটা শুনবেন কম্পিউটারে ঠিক এই অংশটা দেখতে পাবেন। তবে ডাউনলোড করে দেখে নিন তাহলে বুঝবেন কেমন মজার সফটওয়্যারটি।
এটি প্রায় সব মিডিয়া প্লেয়ারের সাথেই চলে।
এটি ট্রায়াল ভার্সন তবে মজার ব্যাপার হল এটি কখনো এক্সাপায়ার হবেনা। নিচের লিংক হতে ডাউনলোড করে নিন তারপর ইন্সটল করে নিন । এবার গান চালু করলে এটি অটোমেটিক লিরিকস খুজে আপনার সামনে প্রদশর্ন আপনি শুধু সঠিক গানটি কোনটি তা সিলেক্ট করে দিবেন কারন একই টাইটেলের অনেক সিংগারের গান থাকে।
আরেকটা কথা গানের টাইটেলে অনেক সময় Track 1 ,2 ইত্যাদি লেখা থাকে । এক্ষত্তে সঠিক টাইটেলটি দিয়ে রিনেম করে দিবেন।
আশা করি আপনাদের ভাল লাগবআর ভাল লাগবে মন্তব্য করবেন অবশ্যই । আর কোন সমস্যা হলে জানাবেআরেকটা কথা এটি হিন্দি গানেরও লিরিক প্রদর্শন করে। আর আমাদের প্রাণের ভাষা বাংলা গানের লিরিকস ও পাবেন। জনপ্রিয় গানগুলোর লিরিকস এতে আছে। চেক করে দেখুন।
ডাউনলোড এখানে Click This Link
আমার প্রিয় একটা গান AKoস এর Mr lonely গানটি এখান হতে http://diogocosta.net/guest/Akon - Mr.Lonely.mp3ডাউনলোড করতে পারবেন
এই লিংক হতেও সিরিয়াল কী সহ ডাউনলোড করতে পারবেন
আরেকটা কথা এই সফটওয়্যারে ইংলিশ গানের সাথে সাথে হিন্দি এবং কিছু কিছু বাংলা গানেরও লিরিকস পাবেন।
আমার ব্লগ http://bloggermamun.blogspot.com/ এ প্রকাশিত
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।