সচেতন হই , সচেতন করি । অদ্ভূত এক ফিলিংস এ ডুবে আছি , ভাবনা গুলো কেমন জানি ভাসা ভাসা , কখনোও একটার সাথে আরেকটা ঝড়িয়ে যায় আবার কখনোও হারিয়ে যায় অতল গহীনে । পুরা শরীর ঝুড়ে রাজ্যের ঘুম কিন্তু ঘুম নেই দুই চোখে । ভাবতে আমার সবসময়ই ভালো লাগে আবার তাও যদি হয় একটা ঘুম ঘুম আবহের মধ্যে...yup !! i m suffering from fever . কিন্তু কেন জানি আমার কষ্ট বোধ হচ্ছে না , আমার ভালো লাগতেছে , অনেক ভালো লাগতেছে । হাবিজাবি উল্টাপাল্টা অনেক চিন্তা ঘুর ঘুর করতেছে মাথায় ।
আমিও ছুটে চলেছি , হারিয়ে যাচ্ছি নিজেই নিজের মধ্যে । " কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা , মনে মনে !!!! " প্রিয় মুখ গুলো ভেসে ওঠছে চোখের সামনে বারবার । ফ্যানের বাতাস ও যেন অন্য রকম ভালো লাগায় শির শির করে আমায় কাঁপিয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে । গাঁয়ের কাথাটাকে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় । সবকিছুতেই খুঁজে পাচ্ছি অন্যরকম ভালো লাগা ।
কষ্টের মধ্যে সুখ খুঁজে বেড়ানো পাগল্যভ্রতা ছাড়া আর কি হতে পারে ??
আমার মনে হচ্ছে আমি প্রলাপ বকছি , এক বাও মিলে না দুই বাও মিলে না , মিলার কি দরকার । অতল গহীন এর তল সন্ধানে কি লাভ ? তাঁর চেয়ে বরং তাতে হারিয়ে যাওয়াতেই আনন্দ । “ আমার এই পথ চলাতেই আনন্দ ” ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।