এই ব্লগের যাবতীয় কর্মকান্ড জুনায়েদ খানের অনুর্বর মস্তিষ্কের অহেতুক পাগলামি ! বৈ কিছু নয়।
কতদিন
তোমায় দেখিনা
দেখিনা তোমার ফ্যাকাশে মুখখানা
তোমাকে দেখিনা কত কাল ধরে
দেখিনা তোমাকে আমি
একটু চোখের আড়াল হলেই মনে হয়
তোমাকে দেখিনা কত সহস্র শতাব্দী!
কিন্তু তবুও তুমি আছো
তুমি আছো পৃথিবীর কোন এক প্রান্তে
যেখানে তোমার-আমার যোজন যোজন ব্যবধান।
কোন এক নিঃশ্চুপ রাত্রি! অন্ধকারের অরণ্যে-
চমকে উঠেছি কত তোমায় দেখে
না না, বাস্তবে নয়, ঘুম ঘোরে; স্বপ্নে!
তারপর ঘুম চোখ স্পর্শ করেনি আমার।
তুমি এসেছিলে অনেক কাছে
তোমাকে দেখে বেড়েছিল আমার হৃদস্পন্দন
বলতে পারিনি কিছুই আমি
বলতে পারিনি মুখ ফুটে-
“কেমন আছো তুমি? তোমাকে যে আমি ভালোবাসি!
তুমি কোথায় ছিলে এতদিন?”
জানিনা কেন? কেন সেদিন ছিলাম আমি বাক প্রতিবন্ধী?
কোন সে অদৃশ্য শক্তি বেঁধে রেখেছিল আমায়?
সৃষ্টিকর্তার শত সৃষ্টির মাঝে
খুঁজে পেতে চেয়েছি তোমায়
কিন্তু পারিনি! যতই খুঁজেছি ততই বুঝেছি
তোমার তুলনা যে শুধু তুমিই!
আমার পৃথিবী ঘুরছে তোমাকে কেন্দ্র করে
জানিনা, কি ঘটতে যাচ্ছে অদূর ভবিষ্যতে?
একবার যদি বলে ওঠ তুমি-
“তুমি একটা কদাকার বীভৎস কীট! আমার যোগ্য তুমি নও!”
হয়তোবা তখন হঠাৎ থেমে যাবে আমার ঘূর্ণনগতি
ছিটকে যাব এ মায়াবী জগত সংসার থেকে
কেননা, কেন্দ্র ছাড়া যে কিছু ঘোরে না, ঘুরতে পারেনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।