রাত বলেছে যাই ..... একটি মধুর স্মৃতি তার জন্য সারাটি জীবন এমনি অপেক্ষা একটি প্রশান্ত ভোর তার জন্য সহস্র বছর রাতজাগা, একফোঁটা চোখের জল, একটি কোমল ঝরাফুল, একখানি শ্রাবণের মেঘ তার জন্য কতো দিবসরজনী, কতো মাসবর্ষ কেঁদে বুক এভাবে ভাসানো একটি মুখের জন্যে আজীবন অন্তহীন এই চেয়ে থাকা। একটি পুরনো গান, একটি পুরনো বাঁশি, একটি পুরনো বটপাতা একখানি ভাঙা চাঁদ, একখানি মলিন মাটির মাঝে একটি পাখির প্রিয় শীস তার জন্য অনন্ত অনন্তকাল একা বসে থাকা তার জন্যে অবিরাম দুচোখে বর্ষণ। একটি মধুর স্মৃতি, একটি বর্ষার রাত, তার জন্যে কতো যে অপেক্ষা সেই যে একটি করুণ বিষন্ন চোখ তার জন্যে সারাটি জীবন এই পথ চেয়ে থাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।