আমাদের কথা খুঁজে নিন

   

চোখের সামনে দেখলাম "স্বকল্প বাসে'র বাটপারি"!!

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺ গতকালকে পরীক্ষা শেষ করে একটা বিশেষ কাজে(!) ফার্মগেটে যাবার প্রয়োজন পড়লো।

কাজটা কি সেইটা নাহয় না-ই বলি। মূল ঘটনায় চলে যাই। চিড়িয়াখানা'র সামনে থেকে ফার্মগেটে যা্ওয়ার ক্ষেত্রে সবসময় নিউ ভিশনেই গিয়েছি। কিন্তু গত কয়েকদিন ধরে এই রূটটায় জ্যাম খুব বেড়ে যা্ওয়ায় এবার ভাবলাম স্বকল্প-তে করেই যাই! দেখি কি হয়। যেই কথা সেই কাজ, ১৬টাকা দিয়ে চিড়িয়াখানা টু ফার্মগেট টিকেট কেটে বাসে গিয়ে বসলাম।

এখানে আগে থেকেই একটা কথা বলে রাখি। তা হলো, আমি যখন বাসে গিয়ে বসি তখন চিড়িয়াখানার সামনে স্বকল্প বাসের ৬টা বাস দাড়িয়ে ছিল! বাসে উঠে বসার পরে যখন জিজ্ঞেস করলাম, "মামা, কতোক্ষণে ছাড়বা?" বেটা দাত কেলায়া বললো, "এইতো মামা, দুই মিনিট!" ২০মিনিট পরেও যখন দেখলাম যে তার ২মিনিট পার হয়নি তখন রাগ লাগলো এবং আরেকজন পেসেঞ্জার সহ নিচে নেমে গিয়ে কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময়ের পর কাউন্টারের বেটারা বললো, "ভাই, এক নাম্বার বাসটায় বসেন। এইটা ছাড়বো এখন!" (অথচ এতোক্ষণ সাত নাম্বার বাসে বসায়া রাখছে!!!) বাসে আমরা মাত্র পাচজন প্যাসেঞ্জার। এমন অবস্থাতেই ছাড়া শুরু করলো। রাইনখোলা কমার্স কলেজের সামনে এসে যে দৃশ্য দেখলাম তাতে চোখ ছানাবড়া!! বাসের জন্য সে এক লম্বা লাইন।

লাইনের প্রত্যেকটা মানুষকে বাসে তোলা হলো। ছিলাম পাচজন, কমার্স কলেজ পার হবার পরেই প্রত্যেকটা সিট বুকিং হলো এবং প্রায় ১০-১৫জন লোক বাসের মধ্যে দাড়িয়ে! এমন অবস্থায় বাস সনি হলের পাশের কাউন্টারটায় পৌছলো। এখানেও একই অবস্থা। । দাড়ানো লোকের সংখ্যা ৩০পার হলো!!!! বাস ১০নম্বরে পৌছতে ৫জন যাত্রী নামলো।

উঠলো আরো ১৫জন। এমন অবস্থায় বাসে আর মানুষ উঠার মতো অবস্থা থাকলোনা। প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের সাথে একদম লেগে আছে। এমনি অবস্থা যে আর ৫/৬জনকে জায়গা দিলে বোধহয় নিঃশ্বাসের জন্য বুকটা উচু হবারও জায়গা থাকবেনা!! বাস আগারগা্ওয়ে পৌছানোর পরে নামলো ৪জন। হেল্পার বেটা নেমে বাইর থেকে হাত নাড়ায়া পাবলিকরে কইতাছে, "ভাই, চাপেন....চাপেন...!" পাবলিকে বলে, "ঐ বেটা! আর কতো চাপতে কস?" হেল্পারে তার কথা কইতেই থাকলো এবং এক পর্যায়ে বাস আগারগা্ও থেকে ছাড়লো।

বাসের দরজা ঝুলে তখন পাঁচজন যাত্রী ঝুলছে! (আগারগা্ও আর শেওড়াপাড়া থেকে কোন যাত্রী তোলা সম্ভব হয়নি। যারা লম্ফঝম্ফতে এক্সপার্ট তারাই উঠতে পারছে। ) এমন অবস্থায় মনিপুরীপাড়া পর্যন্ত গিয়া একটু অবাক লাগলো! রাস্তায় একটু জ্যাম্ও নাই!!! খামারবাড়িতে পৌছায়া দেখি ইতিহাস হয়া গেছে। ফার্মগেট থেকে খামারবাড়ি পর্যন্ত লম্বা জ্যাম!!!! বাস থেকে খামারবাড়িতেই নাইমা সুন্দরমতো হাইটা হাইটা ফার্মগেটে চলে গেলাম। প্রায় আধাঘন্টা পরে ফার্মগেট থেকে ফেরার সময়্ও দেখি একই অবস্থা।

জ্যামটা বরং আরো দীর্ঘ হয়েছে!!! ## কিন্তু পোস্টের মূল টপিক যেটা। সেটাতেই যাই এখন। । ছয়টা বাস থাকা সত্ত্বেও স্বকল্প চিড়িয়াখানা থেকে বাস ছাড়ছিল না কেন? শুধুমাত্র "বাটপারী" বলা ছাড়া এর কি অন্য কোন ব্যখ্যা দেওয়া যায়??? (ইন্টারনেটে স্বকল্প বাসের কোন ছবি না পাওয়ায় পোস্টে ছয় নম্বরের ছবি দেওয়া হলো... যার অপর নাম ভোগান্তি!!) সবাই ভাল থাকবেন -হ্যাপি ব্লগিং ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.