Simple man. যদিও আমি পরামর্শদাতা নই। তারপরও স্বাভাবিকভাবে যখন কোন উল্টাপাল্টা কথাশুনি তখন মনে হয় এর মধ্যে একটু বা হাত ঢুকালে খারাপ হয়না। মাননীয় বাণিজ্যমন্ত্রি কম খাঁন সাহেব কিন্তু আওয়ামী রাজনীতিতে জাতীয় পর্যায়ে তেমন কোন প্রভাবশালী নেতা নয়। তবে উনার উল্টাপাল্টা কথায় উনি ইদানিং টক অব দি বাংলাদেশ হিসাবে আখ্যা পাচ্ছেন। তবে উনি কি উদ্দেশ্যে বা কেন এসমস্ত কথা বলেন তা আমার বোদগম্য নয়।
যদি তিনি না জেনে বা না বুঝে বা সাতপাঁচ চিন্তা না করে এসমস্ত মন্তব্য করেন তাহলে কোন কথা নেই। কিন্তু তিনি যদি অতি বুদ্ধিমানের মত কাজ করেন তাহলে উনাকে উনার কৌশলের জন্য ধন্যবাদ। এ প্রেক্ষিতে একটা গল্প মনে পড়ে গেল। একবার এক কৃষকের ছেলে লেখাপড়া করে অনেক বড় মাওলানা হলেন। তিনি ভারতের দেওবন্দ থেকেও উচ্চতর ডিগ্রি নিলেন।
কিন্ত এলাকার লোক তাকে খুব একটা চিনত না। তিনি এলাকায় এসে ফতুয়া দিলেন ডাল খাওয়া মুসলমানদের জন্য হারাম। সবাই তো অবাক একি আমাদের পূর্ব পূরূষ থেকে শুরু করে আমরা তো প্রায় প্রতিদিন ডাল খাচ্ছি। তাহলে হুজুর এটা কেমন কথা বলছেন। পুরো এলাকায় একথা অল্প কয়েকদিনের মধ্যেই ছড়িয়ে পড়ল।
এলাকার অন্যান্য হুজুররা উনার নিকট এলেন এ ব্যাপারে মতামত চাইলেন তিনি তাই বললেন। পরবর্তীতে এলাকার সকল হুজুররা একত্রিত হয়ে এলাকায় বিশাল গণজমায়েতের আয়োজন করলেন এবং বললেন নতুন হুজুরকে প্রমাণ করতে হবে যে উনি কোন কিতাবে তা পেয়েছেন যে ডাল খাওয়া হারাম। ঐ মজলিশে নতুন হুজুর বললেন ভাই আসলে আমিতো এলাকায় নতুন সবাই আমাকে চিনে না তাই এই উল্টাপাল্টা মন্তব্য করলাম। এটা না করলে তো আপনারা এই জমায়েতের আয়োজন করতেন না এবং আমাকে ডাকতেন না। এখন দেখুন তো এলাকার সবাই আমাকে চিনে।
মাননীয় মন্ত্রিও যদি ঐ হুজুরের মত চিন্তা করেন তাহলে অবশ্যই ধন্যবাদ মাননীয় কম খাঁন সাহেব। ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।