১ জানুয়ারির পরিবর্তে এবার মেলা শুরু হবে ১১ জানুয়ারি থেকে।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অংশগ্রহণকারীদের আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
১১ জানুয়ারি বেলা ১১টায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন হবে বলে এতে উল্লেখ করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে এবং বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় প্রতিবছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয়।
দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠন এ মেলায় অংশ নেয়। প্রতি বছর এ মেলায় উল্লেখযোগ্য পরিমাণ রপ্তানির আদেশও পান ব্যবসায়ীরা।
তারা বলছেন, বিরোধী দলের টানা অবরোধ-হরতাল আর দেশজুড়ে সহিংসতায় এবার তারা ঠিকমতো প্রস্তুতি নিতে পারেননি। এ কারণেই কিছুদিন আগে মেলা পেছানোর আবেদন করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।