মজা কিন্তু আসলেই মজা মনিজা হাবীব: লন্ডনের বেথনাল গ্রিন বো আসনের পার্লামেন্ট সদস্য রুশনারা আলী লেবার পার্টির জরুরি এক সংবাদ সম্মেলন ডেকে স্থানীয় অধিবাসীদের নিরাপত্তার জন্য সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন। চ্যানেল আই, বিডিনিউজ
লন্ডনে এ যাবৎকালের ভয়াবহ দাঙ্গা আর লুটপাটের ঘটনায় কখনও বাঙালি জড়িত ছিলো না বলে জানিয়েছেন বাংলাদেশ বংশোদ্ভূত যুক্তরাজ্যের এমপি রুশনারা আলী। লন্ডনে দাঙ্গার চতুর্থ দিন মঙ্গলবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন। মঙ্গলবার সারাদিন পূর্ব লন্ডন চষে বেড়িয়েছেন এমপি রুশনারা আলী ও টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমান। দুই জনপ্রতিনিধিই পৃথকভাবে এলাকার মানুষের কাছে যান এবং তাদের খোঁজ-খবর নেন।
তারা লুটতরাজ ও সন্ত্রাস মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। এদিন সকালে রুশনারা আলীর প্রথমেই পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন রোডে ক্ষতিগ্র¯- দোকানগুলো পরিদর্শন করেন। তিনি কথা বলেন রা¯-ায় চলাচলকারী সাধারণ মানুষ ও দোকানিদের সঙ্গে। এ সময় তার সঙ্গে ছিলেন টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির কাউন্সিলর ও সদস্যরা। রুশনারা এরপর হোয়াইটচ্যাপেল রোডের দোকানগুলো পরিদর্শন করেন।
খোঁজ-খবর নেন এ দাঙ্গায় তারা কোনও ধরনের ক্ষয়-ক্ষতির শিকার হয়েছেন কিনা। সন্ধ্যার পর তিনি ব্রিকলেনের খাবারের দোকানগুলোতে গিয়ে খোঁজ-খবর নেন। সন্ধ্যায় টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির আয়োজনে ইফতার মাহফিলে বেথনাল গ্রিন বো আসনের পার্লামেন্ট সদস্য রুশনারার সঙ্গে ছিলেন পাশের আসনের সংসদ সদস্য জিম প্যাট্রিক। দু’এমপিই এ দুঃসময়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। রুশনারা আলী বলেন, আমরা বাঙালিরা সবসময়ই শাšি-প্রিয়।
আমাদের তরুণরা কখনোই উগ্রপন্থা গ্রহণ করেনি। আমি স্ব¯ি-বোধ করছি এই ভেবে যে গত কয়েকদিনে লন্ডনের অব্যাহত লুটপাট আর সন্ত্রাসী ঘটনার সঙ্গে একজন বাঙালিও জড়িত নেই জেনে। আমরা যেমন নিজেদের সন্ত্রাস থেকে দূরে রাখব তেমনি সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে একযোগে কাজ করে যাব। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।