তোমার চোখের জল আমায় ছুঁতে পারেনা ,
না তোমার হাত , না তুমি ।
আমি ব্যাকুল স্পর্শের আকাঙ্খায় ।
উদ্ভ্রান্তের মতো তোমায় আলিঙ্গনে জড়াতে গেলাম ,
কেন পারছি না ছুঁতে তোমায় ?
তোমার চোখের জল মুছে দেবার
শক্তি টুকু ও অবশিষ্ট নেই আমার ।
এক পা বাড়িয়ে তোমার পাশে দাঁড়াব ,
মনে হচ্ছে কে যেন পেরেক গেঁথে দিয়েছে ।
এইতো তুমি আমায় জড়িয়ে কাঁদছ -
আর আমি পাথরের মতো স্থবির ।
না পারি ছুঁতে , না পারি ভালবাসায় বাঁধতে ।
শুনেছিলাম মৃতরা কিছুই পারে না ,
আমি কি তবে সত্যি আর নেই ।
আতর , লোবান , এই খাটিয়া
সব আমার জন্য !
না এ আমি কিছুতেই মেনে নিতে পারি না ,
অনেক কিছু এখনো বাকি ।
নতুন ফ্লাট এর পরদা গুলো লাগানো বাকি ,
টবের গাছগুলো আমায় ছাড়া একা ,
আরও কতো স্বপ্ন পূরণের অপেক্ষায় ।
আর তুমি , তুমি তো আমায় ছাড়া
এক মুহূর্ত থাকতে পার না ।
আমি কি করব বলো ?
কেমন করে তোমার কাছে ফিরবো ?
মৃতদের কিছুই করার থাকে না !
তারা এক সময় হয়ে যাবে
অন্য ভুবনের বাসিন্দা ।
যেখান থেকে কেউ কোনদিন ফেরে না ।
২৯.০৭.২০১১.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।