এখনই, নয়তো কখনই নয়...। কোরান-উদ্ভূত প্রশ্ন ১। সূরা ৫ আয়াত ১০১ "ওহে যারা ঈমান এনেছ! সে সব বিষয় সম্বন্ধে প্রশ্ন কোরো না যা তোমাদের কাছে ব্যক্ত করলে তোমাদের অসুবিধা হতে পারে।" ইফতির প্রশ্নঃ প্রশ্ন করতে মানা করা হলো কেনো? আজকের পৃথিবী কি প্রশ্ন করে করে এতদূর আসেনি? ১. এই আয়াত থেকে খুব স্পষ্টভাবেই বোঝা যায় যে মহান আল্লাহ্তাআলা সে সব বিষয়ে বা কিছু বিষয়ে ঈমানদারদের প্রশ্ন করতে নিষেধ করেছেন যা করলে ঈমানদারা অহেতুক সমস্যার সম্মুখীন হতে পারে। ২. এখানে আল্লাহ্পাক কিন্তু একথা বলেননি যে ঈমানদাররা কোন বিষয়েই প্রশ্ন করতে পারবে না। কিন্তু ব্লগার ইফতির প্রশ্নটা দ্বিতীয় পয়েন্টটার উপর ভিত্তি করে করা যা একেবারেই ভিত্তিহীন। আমার ভাবনা হলো এই যে ব্লগার ইফতির এই প্রশ্নটা করার উদ্দেশ্য কি? -এক হতে পারে উনি না বুঝেই প্রশ্নটা করেছেন। -দুই হতে পারে উনি ইচ্ছাকৃতভাবে এই প্রশ্নের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছেন (যদি করে থাকেন আল্লাহ্তাআলা ওনাকে হেদায়েত দিক)। এ বিষয়ে আরো আলোচনা করার ইচ্ছা রাখি যদি ইফতি এটা নিশ্চিত করেন যে ওনার প্রশ্নটা উপরোল্লিখিত দ্বিতীয় কারনে করা হয়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।