আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে অনেক আগে ব্লগে একটা অসম্পূর্ণ বাড়ীর ছবি দিছিলাম কারণ ছাদ দরজা জানালা তৈরী না কইরাই টু-লেট ঝুলাইয়া রাখছে। এহেন বাড়ী কেউ ভাড়া নিতে চান কিনা ইহাই ছিল জিজ্ঞাস্য। সেই মূল্যবান পোস্টে একজন কমেন্ট করছিল, “লিটনের ফ্ল্যাট নাকি?” আমি ব্যাপারটার মাহাত্য তখন বুঝি নাই। কিন্তু কিছুদিন পূর্বে আরেকটি পোস্টে “লিটনের ফ্ল্যাটের” উল্লেখ দেইখা বুঝতে পারলাম সত্যিই লিটনের ফ্ল্যাট বইলা কিছু আছে যা এই অধমের অজানা। যাঁরা জানেন দয়া কইরা অধমরে জানাইলে জ্ঞান লাভে কৃতার্থ হইতাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।