আমাদের কথা খুঁজে নিন

   

আপনার জীবন এক অপূর্ব উপহার, ভালোবাসার এক অফুরন্ত আধার

ঘাটের এই পারে বসে আছি ঐ পারে যাওয়ার অপেক্ষা। একটি রুঢ় শব্দ বলার আগে, ভেবেছেন কী কখনো, শুনি- পৃথিবীময় কত বধির মানুষ একটি কথাও যে বলতে পারেনি। খাবার খেতে অভিযোগ যত একটুও উপাধেয় হয়নি- মনে জেগেছে কী-কত বুভুক্ষু মানুষ সারারাত যে একমুঠো খাবার ও খায়নি। অবুঝ শিশুকে মারছেন অবিরত পরীক্ষায় ফেল করেছে বলে ভেবেছেন কি-কত নিঃসন্তান মানুষ একটি সন্তানের জন্য কাঁদছে চোখের জলে। জীবন নিয়ে কত অভিযোগ এটা নাই ওটা নাই জন্ম নিয়েইতো গুলির শব্দ আপনাকে শুনতে হয়নি ভাই।

বাড়ি, গাড়ি হলোনো কিছুই নিত্যই হাহাকার কখনো কি শুনেছেন সুদান,উগান্ডা,সোমালিয়ার কান্নার। সুন্দর ব্যলকনি নেই, নেই দখিনা বাতাস কী নিদারুন অতৃপ্তি, গাছের নীচেই বসত হয়েছে ভাই কত মানুষের গ্রীষ্ম বর্ষা দিবা রাত্রি। দূরের বন্ধুকে আপন করেছেন পাঠিয়েছেন ভালোবাসার কত উপহার আপনার স্বজনই যে ভাই না খেয়ে আছে শুনেছেন কি সেই অনাথ শিশুর হাহাকার। সামান্য ভুলে শত্রু ভেবেছেন কতদিন কথা নেই আপনজনের সাথে হিংসা,লোভ,ঘৃণা ,বিদ্বেষ,অহংকারের চেয়ে বড় শত্রু নাই এ পৃথিবীতে। যা আছে তা নিয়েই সুখী হই,মুখে হাসি রাখি সারাদিন ভালোবাসা দিয়েই ভালোবাসা নেই শোধ করি এই পৃথিবীর ৃণ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.