শুক্রবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন বলে এনডিটিভির এক খবরে জানানো হয়।
জনসভায় দেয়া ভাষণে তিনি বলেন, “আমরা নরেন্দ্র মোদিকে সমর্থন করি না, আমরা কখনো তাকে সমর্থন করবো না।”
দিল্লির কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের সমালোচনা করে তিনি বলেন, “গত দশ বছর ধরে ইউপিএ দেশের ক্ষমতায় আছে, এরমধ্যে একবারও তারা নরেন্দ্র মোদিকে নিয়ে কিছু বলেনি। কিন্তু নির্বাচন কাছাকাছি হতেই মোদিকে আক্রমণ শুরু করেছে, আসলে কংগ্রেস আর বিজেপি আঁতাতের খেলা খেলছে।”
এর আগে বৃহস্পতিবার বিজেপি ও কংগ্রেসকে একই মুদ্রার দুই পিঠ বলে বর্ণনা করেছিলেন মমতা।
বিজেপি ও কংগ্রেসের মতো সিপিআই(এম)ও ভোট পাওয়ার জন্য একই ধরনের আঁতাতের খেলা খেলছে বলে অভিযোগ করেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।