আমাদের কথা খুঁজে নিন

   

মোদিকে প্রধানমন্ত্রী দেখতে চান লতা মঙ্গেশকর

গুজরাটের এই মুখ্যমন্ত্রীকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে লতা মঙ্গেশকর প্রকাশ্যেই সমর্থন দিয়েছে বলে ভারতের সংবাদ মাধ্যমের খবর।
বিজেপি নেতার সঙ্গে শুক্রবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে কৃষ্ণপ্রেমে সমর্পিত লতা বলেছেন, “আমি অন্তরের অন্তঃস্থল থেকে চাই, নরেন্দ্র মোদিই যেন ভারতের প্রধানমন্ত্রী হন। ”
লতার বাবা দীননাথ মুঙ্গেশকরের নামে পুনেতে নির্মিত হাসপাতালের ৬০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানেই নিজের ভবিষ্যৎযাত্রায় কণ্ঠশিল্পীর সমর্থন পান তিনি।
গুজরাট দাঙ্গার জন্য ‘দায়ী’ মোদিকে ‘ভাই’ সম্বোধন করে লতা বলেন, “তার সাফল্য কামনা করি আমি।

প্রধানমন্ত্রী পদে তাকে দেখা আমাদের সবার চাওয়া। ”
অনুষ্ঠানে ছোট বোন আশা ভোঁসলে ছাড়াও পরিবারের সদস্য হৃদয়নাথ মঙ্গেশকর ও উষা মঙ্গেশকরও লতার সঙ্গে ছিলেন।
লতার আগে বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াত মোদিকে পছন্দের কথা জানিয়েছিলেন।
বিজেপি আগামী নির্বাচনে তাদের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মোদির নাম ঘোষণা করার পর থেকে অসাম্প্রদায়িক অঙ্গন থেকে তার ব্যাপক সমালোচনা উঠেছে।
২০০২ সালে গুজরাটে দাঙ্গায় প্রায় দুই হাজার মুসলমান নিহত হন, যাতে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির নরেন্দ্র মোদির উস্কানি ছিল বলে বলা হয়ে থাকে।


বিজেপির ঘোষণার প্রতিক্রিয়ায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, একজন ভারতীয় হিসেবে তিনি কখনো মোদিকে প্রধানমন্ত্রীর পদে দেখতে চান না, কারণ তাকে সংখ্যালঘু সম্প্রদায় আতঙ্ক হিসেবে দেখে।
এই বক্তব্যের জন্য অমর্ত্য সেনকে ক্ষমা চাইতেও বিজেপির পক্ষ থেকে আহ্বান জানানো হলে তাও প্রত্যাখ্যান করেন বাঙালি এই অর্থনীতিবিদ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.