আমাদের কথা খুঁজে নিন

   

গোপন আলোচনা চলছে, মোদিকে সমর্থন দিতে পারেন মমতা!

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের পর বিজেপি যদি সরকার গঠনের মতো আসন না পায় তবে মমতা হয়তো বিজেপিকে বাইরে থেকে সমর্থনের প্রস্তাব দেবেন। নিজের উচ্চাকাঙ্ক্ষার বিষয়টি মাথায় রেখেই তিনি নরেন্দ্র মোদির সরকারের সঙ্গে হাত মেলাবেন। এমনটাই খবর পাওয়া যাচ্ছে।

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা সিপিআইর (এম) সূর্যকান্ত মিশ্র বলেন, বিজেপি ও কংগ্রেসও মমতার জন্য তাদের দরজা খোলা রেখেছে। তিনি বলেন, ‘মমতা বিজেপি ও কংগ্রেসের সঙ্গে ভালোই খেলা খেলছেন, যাতে শেষ পর্যন্ত যে কোনো একটি দলের নেতৃত্বাধীন জোটে যোগ দিতে পারেন।

ওই বড় দুই শক্তিধর দলও তার জন্য দ্বার খোলা রেখেছে। ’

একাধিক সূত্রমতে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বিজেপির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, রাজ্যে দীর্ঘদিন ধরে থমকে থাকা অর্থনৈতিক সহায়তা প্যাকেজের বিনিময়ে তিনি বিজেপিকে সমর্থনও দিতে পারেন।

তবে সেক্ষেত্রে তিনি বিজেপি তথা মোদি সরকারের অংশীদার হবেন না। কেবল বাইরে থেকেই সরকারকে সমর্থন দিয়ে যাবেন।

নিজের ভোটব্যাংক রক্ষা করতেই বাইরে থেকে সরকারকে সমর্থনের কৌশল গ্রহণ করবেন তিনি।

তবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও ব্রেইন বিজেপির সঙ্গে তার দলের গোপন যোগাযোগের খবর উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘এসব খবর একদমই ভিত্তিহীন। এখানে জোট বাঁধার কোনো আলোচনাই হচ্ছে না। সেক্ষেত্রে রাজ্যের ২৫ শতাংশ মুসলমান ভোট হাতছাড়া হয়ে যাবে তার।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.