আমাদের কথা খুঁজে নিন

   

জিয়া রাজাকারের দ্বিতীয় জন্মদাতা: ইনু

জিয়াউর রহমানের স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে রাজাকারের লালন-পালনকারী ‘মাতা’ বলেও আখ্যায়িত করেছেন তিনি।
শুক্রবার বিকেলে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কর্নেল তাহের দিবসের এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
ইনু বলেন, “তাহেরকে হত্যার মাধ্যমে জিয়াউর রহমান দেশে সাম্প্রদায়িকতার বীজ বুনেছিলেন। আর বীজকে বাঁচিয়ে রাখতে সেনাদপ্তরকে কসাইখানা বানিয়ে গণতন্ত্রের পরিবর্তে গোজামিল তন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ”
তাহেরের এই সহযোদ্ধা বলেন, “গোজামিলকে রক্ষার জন্য রাজাকারদের পুনরায় জন্ম দিয়েছিলেন জিয়া।

সেই রাজাকারদের লালন-পালন করছেন বেগম জিয়া। ”
“আমরা দেখেছি তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে খুন করর সময় রাজাকার তন্ত্রের পুনর্জন্ম। আর আজ যুদ্ধাপরাধীদের বিচারের সময় দেখছি আহমদ শফীর অশ্লীল তেতুল তত্ত্ব। ”
শফীর এ তত্ত্বকে খালেদা জিয়ার যুদ্ধাপরাধীদের বাঁচানোর ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, “খালেদা জিয়া, আপনি তাদের বাঁচাতে যতই চেষ্টা করুন আর বোবা থাকুন তা পারবেন না। ”  
মুক্তিযুদ্ধের শেষের দিকে ১৯৭১ সালের নভেম্বরে বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে যান গোলাম আযম।

যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের পর সেখান থেকে চলে যান যুক্তরাজ্যে।
৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আবার বাংলাদেশে আসেন এই জামায়াত নেতা; নাগরিকত্বও ফিরে পান।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ১৫ অগাস্ট ষড়যন্ত্রের বাস্তবায়নের জন্য কর্নেল তাহেরকে ঠাণ্ডা মাথার খুন করেন জিয়াউর রহমান।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়ে প্রমাণিত হয়েছে রাজাকার শুধু ব্যক্তি নয়, এটি একটি রাজনৈতিক চেতনা ও ভাবনা।
“মুক্তিযুদ্ধের চেতনাকে এখনো আক্রমণের মাধ্যমে সেই ভাবনার বাস্তবায়নের চেষ্টা চলছে।


মৌলবাদ মোকাবেলায় মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওয়ার্কার্স পার্টি প্রধান।
আলোচনা সভায় জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহের, ছোট ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন, নারী নেত্রী শিরিন আকতার প্রমুখ বক্তব্য দেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.