যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে। জেনো তুমি,আমি হাটি এই পথে নির্বিঘ্নে নিষিদ্ধ
এই শহরে তোমার চলাচল
নির্বিঘ্নে নিষিদ্ধ।
ঘরবন্দী তোতা পাখি তুমি
ঘরে বসে তোতলাও;
নো প্রবলেম।
এই শহরের ফুটপাত তোমার জন্যে নয়,
মাথার উপর ইট পড়ে
শিলা বৃষ্টির মতো;
পানি জমে ইলেক্ট্রিক পুলে
তার পেচিয়ে মরলে
সিটি মেয়র দায়ী নয়।
এই শহরে তোমার অবাধ বিচরণ
রুদ্ধ ।
দিনে দুপুরে রিকশা থামিয়ে
বিষন্ন মুখেরা থাবা দিয়ে
তোমার সব নিয়ে গেলে
কর্তৃপক্ষ দায়ী নয়।
এই শহরে তোমার চলাচল
নির্বিঘ্নে নিষিদ্ধ।
ঘরবন্দী তোতা পাখি তুমি
ঘরে বসে তোতলাও;
নো প্রবলেম।
তোমার জন্যে
এই শহর
এই গ্রাম
এই জনপদ
বুভুক্ষু চর
জীর্ণ বনলতা
নির্বিঘ্নে নিষিদ্ধ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।