আমাদের কথা খুঁজে নিন

   

সবার উপরে ঐ আল্লাহ আছেন দেশে আর কত অন্যায় হবে ???

আমার বিদ্রোহী হতে ইচ্ছে করে। দেশ নিয়ে খুব চিন্তায় আছি আপনারা কি মিলনের নির্যাতনের ভিডিও টা দেখেছেন না দেখলে এখান থেকে দেখে নিতে পারেন। মিলনের প্রতি বর্বর নির্যাতনের দৃশ্য!!! Click This Link নিজের নিরাপত্তা নিয়ে ভীষন চিন্তায় আছি। ও হ্যা মিলনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রির বক্তব্য আমি আগে থেকেই লিখতে চেয়েছিলাম আর সেটা হলো """ দেশের সার্বিক আইন শৃঙ্খলা এখন অন্যান্য বছরের তুলনায় সবচেয়ে ভালো, মিলনের ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং আমি এর নিন্দা জানাই। অপরাধী যে ই হোক না কেন তাদের আইনের হাতে সোপর্দ করা হবে মানে পুলিশের কাছে তাই আপনারা আর চিন্তা করবেন না পুলিশ এর উপযুক্ত বিচার করে দিবে! আমার বাবা আমাকে ব্লগিং করতে দেখে এইমাত্র বলে গেরেন তোর কি খেয়ে দেয়ে কাজ নেই তুই কেন এসব লিখছিস? ওরা তো তোকে ধরবে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে!- বলুন ভাই তাই বলে কি আমি চুপ হয়ে যাবো? একাত্তরের যুদ্ধের সময় ও তো অনেক বাবা মা তাদের সন্তানদের যুদ্ধে যেতে দেয়নি কিন্তু তাই বলে কি আমাদের স্বাধীনতা থেমে ছিল??? আমরা দুর্বার আসুন এসব অন্যায়ের বিরুদ্ধে গনজাগরন গড়ে তুলি। আপনারা যারা শারিরীক ভাবে অন্তত এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবেন না তারা অন্তত লেখার মাধ্যমে সবাইকে জাগিয়ে তুলুন!!! আইন সবার জন্য সমান! আইনের আশ্রয় নেবার অধিকার আমাদের আছে, আমরা চাই না বিচারবিভাগ কলুষিত হোক, আইনের উপর থেকে জনগনের আস্থা উঠে যাক! রাজনীতিবিদদের বলছি এই অসুস্থ আইন ঠিক করেন এর অপপ্রয়োগ বন্ধ করেন কেননা কালকে কিন্তু এই আইন আপনার এবং আপনার পরিবারের সদস্যদের উপর ব্যবহার করা হবে। মনে রাখবেন সবার উপরে ঐ আল্লাহ আছেন দেশে আর কত অন্যায় হবে ? অবিচার হবে? মানুষেরও তো ধৈয্যের একটা সীমা আছে??? এ দেশের ভবিষ্যত কি কেউ কি একটু অনুমান করতে পারেন? আমিতো এটা নিয়ে ভাবলে রাতে ঘুমাতেই পারি না! আর তাই আমার কাছে সবচেয়ে উত্তম লাগে এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকা। যেমনটা জঙ্গলের কিংবা দুর্গম এলাকার মানুষ আছে। তারা এতো অনিয়ম,অত্যাচার, দুর্নীতি সম্পর্কে জানে না বিধায় দিব্যি রাতে ঘুমাতে পারছে ! তাই বলে এটা কি কোন সমাধান তাহলে সমাধানটা কি??? কিভাবে এই বাঙালি জাতি মাথা তুলে দারাবে, সভ্য জাতি হিসেবে এগিয়ে যাবে সামনের দিকে???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.