আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের চেয়ে পিঁপড়েদের মধ্যে ভালোবাসা বেশী

আমার জানালা থেকে একটুকরো আকাশ দেখা যায় কাজেই আমি ভাগ্যবান । তুমি নয়। আমি ! আমি ! তুমি বিশ্বাস করো, ব্যালকনি থেকে লাফিয়ে পড়বো না আমি, সেরকম কোনও ইচ্ছেও নেই আমার । সকলেই ভাবে আমি হিমির প্রেমিক সেই ছেলেবেলা থেকে বহুদিন- তুমি নয়, এই ঘরে অন্য একটি মেয়ে বসে আছে । আমার ভাষা কি বুঝতে পারছো না?মেঘ আর মৃত্তিকার ভাষা কি আলাদা?জানি, সব কথা সবার বোধগম্য হয় না। তুমি শুনতে পাবে আমার বুকে কান পাতলেই পাহাড়ের ভাষা পাহাড়ে উঠার সিড়ি মিথ্যে হয়ে গেছে, অনেক ভুলে- ভালোবাসার মধ্যেও ভিটামিন আছে সবই, তারপরও তুমি পারোনি আমাকে সঠিক ভাবে ঘৃনা করতে। কতদিন বলেছি চলো পদ্মার পাড়ে গিয়ে বসে থাকি চুপচাপ- তোমার চোখের জল ঢেকে দেয় আকাশের মেঘ,কাক পক্ষীও জানে তা। দিনরাত তুমি যা ভেবেছো তা সবই সত্য নয়, একদিন বুঝবে; তুমি দুঃখী, শুধু মাত্র এই জন্য আমি বেঁচে আছি শেক্সপিয়ার, বায়রন,ওয়ার্ডসওয়ার্থ,শেলি-খাবে নাকি একটু ব্র্যান্ডি? ভেবেছিলাম লিখবো আট, হয়ে গেল আঠারো লাইন !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.