সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে.. আজ (০৭/০৮/২০১১) উত্তরা ব্যাংকে ভাইভা ছিল। আজ ছিল প্রথম দিন। যথারীতি নির্ধারিত সময়ের (১২.০০টা) ১০ মিনিট পর গিয়ে হাজির হলাম হেড অফিসে। কাউন্টারে উপবিষ্ট কন্সটেবলকে জিজ্ঞেস করা মাত্র ১ জন সহৃদয় যুবক (!!) আমাকে বসার জায়গা দেখিয়ে দিলেন। যদিও Invitation Card-এ লেখা ছিল যে, আমাদের দোতালায় রিপোর্ট করতে হবে, তারপরও কেন যে নিচতলায় বসতে দিল তা অনেক পরে বুঝেছিলাম।
যাই হোক, দেখলাম আরো কয়েকজন বসে আছেন। জিজ্ঞেস করে জানতে পারলাম ভাইভা শুরু হবে দেড়টায়। অগত্যা বসে রইলাম। দেড়টার সময় কতিপয় সিবিএ নেতা (সভাপতি ও সাধারন সম্পাদক) নামধারী ব্যক্তি এসে বললেন যে, এম ডি স্যার দেশের বাইরে থেকে কিছুক্ষন আগে আসাতে ভাইভা শুরু হবে দুপুর ২ টার সময়। অতঃপর ২ টার দিকে এসে তারা আবার বললেন ভাইভা হবে ২.৩০ এ।
এবং ২.৩০-এ এসে তারা জানালেন ভাইভা আজ হবে না। তারা এইভাবে বললেন যে, “আপনারা ২০০% সিওর থাকেন যে আজ ভাইভা হবে না”। এতে কিছুটা সন্দেহ হওয়ায় আমরা কয়েকজন ৩ তলায় HR Department এ জানতে গেলাম ঘটনা কি? সেখানে গিয়ে তাদের কাছে বলাতে তারা রীতিমত অবাক হয়ে জিজ্ঞেস করেন “ভাইভা হচ্ছে না? ভাইভা তো নিচে হচ্ছে। ” অতঃপর ব্যাপক গুজগুজ-ফুসফুস এর পর জানতে পারলাম সেই CBA নামধারি বাক্তিরা আমাদের নিচতালায় বসিয়ে রেখে (আটকে রেখে) ভাইভা তে অনুপস্থিত দেখিয়েছেন। অবস্থা দেখে মনে হল এতে শুধু CBA নেতারা না HR Department ও জড়িত।
না হলে ৪০ জনের ভাইভাতে কেউ এসে রিপোর্টিং করল না এবং HR Department কোন খোঁজও নিল না !!!!
এই তো গেল প্রথম দিনের ঘটনা। পরবর্তী দিন গুলোতে কেউ যদি আমার মত মুরগী হন, তাইলে আর আমি দায়ী থাকব না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।