আমি অনেক কিছু সাহস করে বলতে চেয় ও বলতে পারি না যখন দেখি আমার পাশের মানুষ গুলো পিছু হটে যায়... যখন দেখি সবাই নিজেকে নিয়ে অনেক বেশি ভাবে,তাই আমি ও কিছু বলতে চাই আমার প্রিয় ব্লগে... সজোরে আওয়াজ তুলতে চাই আমার ভালো লাগা লেখনি দিয়ে সময় ৩.৩০ হুট করেই আমিনুর রহমান ভাই বলে উঠলো চলেন রাস্তায় যাই। “রাজাকারদের ফাঁসির দাবিতে” পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৩ মিনিট নিরবতা পালন করবো। সাথে সাথে আমি এবং আমিনুর ভাই চলে গেলাম আমাদের অফিসের পাশের “শান্ত মরিয়ম ইউনিভার্সিটিতে” সবাইকে ব্যপারটা বলতেই কোথা থেকে সব ছাত্র-ছাত্রীরা চলে আসলো রাস্তায় , তাদের দেখাদেখি রাস্তার মানুষ জন ও চলে আসলো আমাদের সাথে । তখন ঘড়িতে বাজে ৩.৫৫ আমাদের সাথে এসে যোগ দিল নতুন কয়েকজন ব্লগার – রয়েলাবনী এবং আমি বোকা মানুষ আমাদের ৪ জন ব্লগারদের প্রচেষ্টায় মোটামুটি বড় সড় একটা লাইন হয়ে গেল আর সাথে সাথে বেজে গেল ৪ টা , সকলে সকলের হাত ধরে পালন করলাম “রাজাকারদের ফাঁসির দাবিতে” ৩ মিনিট নিরবতা । আমাদের সকলের মনের অন্তরস্থল থেকে একটাই দাবী “ রাজাকারদের ফাঁসি কার্যকর করতে হবে ।। ফটোগ্রাফীতে ছিলেন – আমিনুর রহমান রয়েলাবনী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।