আমাদের কথা খুঁজে নিন

   

একটু ভিন্ন স্বাদের খবর।একটি কবুতরের প্রশান্ত মহাসাগরের পাঁচ হাজার মাইল পথ পাড়ি

আমি একজন ব্লগ ভক্ত মানুষ। প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে পাঁচ হাজার মাইল পথ উড়ে এলো কবুতরটি। জাপান থেকে কানাডার ভ্যানকুভার পর্যন্ত এসে যেন আর পারছিল না এই পায়রাটি। ভ্যানকুভারের বিমানঘাঁটি থেকে কবুতরটিকে ক্লান্ত ও রুগ্ন অবস্থায় উদ্ধার করা হয়। কবুতরটিকে ব্রিটিশ কলম্বিয়ার একটি প্রাণী উদ্ধার কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

সেখানে কবুতরটির পরিচর্যা চলছে। স্থানীয় পিজন রেসিং সোসাইটি কবুতরটি দেখাশোনা দায়িত্ব নিয়েছে। মাউন্টাইনারি এভিয়ান রেসকিউ সোসাইটির রেগ ওয়েস্টকট জানান, কবুতরটি ঝড়ে পথ হারিয়ে ফেলেছিল। এরপর পাখিটি উড়তে উড়তে কানাডায় চলে আসে। কবুতরের ৪০৪ মাইল পর্যন্ত ওড়ার নজির আছে।

তবে, এই কবুতরটি সব রেকর্ড ভেঙে দিয়ে পাঁচ হাজার মাইল পাড়ি দিয়েছে। কবুতরটির মালিক কবুতরটিকে ফিরে পাওয়ার জন্য যোগাযোগ করছেন। কারণ কবুতরটির পায়ে একটি টেলিফোন নম্বর ছিল। সেই নম্বর দিয়ে মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে, মালিক কবুতরটিকে নেয়ার জন্য কোনো বিমান ভাড়া দিতে রাজি না হওয়ায় বিপাকে পড়েছে কানাডা সরকার।

কবুতরের এতটা পথ পাড়ি দেয়ার ব্যাপারে ওয়েস্টকট জানান, তার ১৭ বছরের ক্যারিয়ারে তিনি প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে আর একটি মাত্র কবুতরকে বেঁচে থাকতে দেখছেন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.