ধরা যাক আপনি কোন একটা প্রাইভেট টিভি চ্যানেলের প্রোগ্রাম প্রোডিউসার। নিয়মিত বিরতিতে কোন একটা প্রোগ্রামে আপনাকে দু'একটা গান প্রচার করতে হয়। আজকের এই দিনে মিউজিক ভিডিও ছাড়া কোন গান হয় না - সুতরাং একটি ভিডিও আপনাকে নির্মান করতেই হবে - পূর্ব অভিজ্ঞতা থাকুক আর না থাকুক - ভিডিও বানাতে আপনার কোন কষ্টই হবে না যদি এই রেসিপি আপনার পড়া থাকে।
শিল্পী নির্বাচন আগেই করা থাকে, সেই সাথে লোকেশনও। সাধারণত আশুলিয়া কিংবা পূবাইলের কোন শ্যুটিং স্পটকে টার্গেট করে মিউজিক ভিডিওর কাজ শুরু হয়।
প্রোগ্রামে বাজেট কি পরিমান তার উপর নির্ভর করে প্রয়োজনীয় উপকরনাদি সংগ্রহ করা হয়। তবে যে কটি জিনিস অবশ্যই লাগবে তার মধ্যে একটি ট্রলি, একটি জিবআর্ম এবং একটি ভালো মানের ক্যাসেট / সিডি প্লেয়ার। শিল্পী এবং অন্যান্য কারিগরী জনবল নিয়ে প্রযোজক সকাল বেলায় রওয়ানা দেন শ্যুটিং স্পটে।
ধরা যাক, একটি স্পট পছন্দ হলো। পাত্র-পাত্রী (তাদের একজন শিল্পী)কে দাড় করিয়ে দেন ক্যামেরার পেছনে সিডি প্লেয়ারে গান বাজিয়ে ক্যামেরা ওপেন করা হয় - প্রথমে স্ট্যাটিক শট অথবা ক্যামেরার অন অ্যাক্সিস মুভমেন্ট অথ্যাৎ শুধু জুম ইন-আউট এবং প্যান-টিল্ট।
একবার গানটি শেষ হয়ে গেলে একটি টেক নেয়া কমপ্লিট হয়ে গেল।
এবার দ্বিতীয় টেকের জন্য ট্রলি সেট আপ করা হলো। দু একবার রিহার্সেল করে নেয়া হলো। সিডি প্লেয়ারে আবারও গানটি বাজানো হলো। শুরু হলো শ্যূটিং।
এবার পুরোটাই ট্রলিতে এ মাথা থেকে ও মাথা এবং ও মাথা থেকে এ মাথা। ট্রলিতেই প্রয়োজনীয় জুম ইন-আউট, প্যান-টিল্ট। গান শেষ হবার সাথে সাথেই দ্বিতীয় টেক সম্পন্ন।
এবার তৃতীয় টেক, যেহেতু জিব আর্ম এখনো ব্যবহার করা হয় নি। সুতরাং জিবআর্মের উপর ক্যামেরা বসিয়ে সিডি প্লেয়ারে আবারও একবার গান ছেড়ে আবারও শ্যুটিঙ।
গান চলছে, পাত্র-পাত্রী বিভিন্ন ভঙ্গিমায় একে অপরের হাত ধরছে-হাসছে-নাচছে, শ্যুটিঙ চলছে। তালে তালে জিব আর্ম একবার উপরে, একবার নিচে, এ মাথা থেকে সে মাথা, সে মাথা থেকে ঐ হোথা ইত্যাদি করতে করতেই গান শেষ। ইনসার্ট শট, ক্লোজআপ সাধারণত স্ট্যাটিক ক্যামেরায় নেয়া হয়।
একটা মিউজিক ভিডিও বানানোর কাজ প্রায় শেষ। এ পর্যায়ে হয়তো দু একটা অর্থহীন শট- গাড়িতে উঠার দৃশ্য, কিংবা গাড়িটি চলে যা্ওয়ার দৃশ্য নেয়া যেতে পারে।
সব্বাইকে ধন্যবাদ দিয়ে জম্পেশ একটা লাঞ্চের পর আবার অফিসে ফেরা।
ব্যাস তৈরী হয়ে গেল আপনার মিউজিক ভিডিও।
উহু, আমি মোটেই ভুল করিনি, প্রোডিউসার হিসেবে মিউজিক ভিডিও বানানোর কাজ শেষ হয়ে গেল, বাকীটুকু এডিটর নিজেই করে নিবেন। কমপক্ষে তিনটি টেক, সাথে কিছু ইনসার্ট, ক্লোজআপ আর ফটোশপে দুএকটা স্ট্রোক - ব্যাস, ভিডিও রেডি অন এয়ারে যা্ওয়ার জন্য। প্রযোজকের সিভিতে আরো একটি মিউজিক ভিডিওর ডিরেকশন ইতিমধ্যেই লিপিবদ্ধ হয়ে গেলে কাজ শেষ, অন্যথায় সে কাজটিও করে নিতে হবে।
এই ফর্মূলায় নির্মিত একটি মিউজিক ভিডিও এবার দেখে নিন, সাউন্ড কোয়ালিটি একটু খারাপ, সে জন্য মাফ করবেন।
=============================================
সহীহ ডাউনলোডনামা: জেনে নিন সিনেমা ডাউনলোডের কিছু সাইটের নাম।
সম্প্রতি কি সিনেমা দেখলাম: আমি শেয়ার করি এখানে, কিছু বন্ধুরাও করে, আপনারা্ও করতে পারেন।
সিনেমা বিষয়ক অপ্রকাশিত কিছু পোস্ট:
দ্য ডে অব দ্য জ্যাকল: প্রেসিডেন্ট চার্লস দ্য গলকে হত্যার উদ্দেশ্যে ভাড়া করা হয়েছে একজন গুপ্তঘাতককে। তার নাম 'দ্য জ্যাকল'।
উপন্যাসে তৈরী এই চরিত্রটি পরবর্তীতে বেশ বিখ্যাত হয়ে উঠে, সত্যিকারের একজন গুপ্তঘাতক এই নামে পরিচিত হয়ে উঠেন। এসব নিয়েই এই পোস্ট - সামুতে অপ্রকাশিত।
সিনেমায় ডিরেক্টরস কাট কি? : যারা সিনেমা ডাউনলোড করেন তারা হয়তো ডিরেক্টরস কাট শব্দটির সাথে পরিচিত। কি বোঝায় এই শব্দটি দ্বারা? সামুতে অপ্রকাশিত।
মহামন্দায় সিনেমা, মহামন্দার সিনেমা: ১৯৩০ এর মহামন্দায় বেশ কিছু ক্ল্যাসিক সিনেমা নির্মিত হয়েছে, পরবর্তীতে বিভিন্ন সিনেমায় উঠে এসেছে সেরকম কিছু সিনেমা নিয়েই এই পোস্ট - সামুতে অপ্রকাশিত।
ফেসবুকে দারাশিকোর ব্লগের সাথেই থাকুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।