আমাদের কথা খুঁজে নিন

   

করুণা ... [মাইক্রো গল্প/ সত্য ঘটনা অবলম্বনে]

হেঁটে হেঁটে যতদূর চোখ যায় জেরিন কখনোই ভাবতে পারেনি যে রাফি এভাবে সবকিছু জেনে যাবে। আসলে সে চায়ওনি রাফি সব জানুক। তাই বিয়ের সময়ে সে কিছুই বলেনি। আর প্রপোজাল ম্যারাজে এত কিছু বলা যায় নাকি! ছিল না হয় তার একটা অ্যাফেয়ার! তাতে কি হয়েছে! এমন তো কত জনেরই থাকে। আর সে সময় তো তার লাইফে রাফি ছিল না! আসলে জীবন এভাবে পাগলামি করবে সেটা জেরিনের স্বপ্নেও ছিল না।

সে তো তখন জীবনকে ভালোই বাসত। কিন্তু বাস্তবতা অস্বীকার করার তো উপায় নেই। প্রেম করলে যে বিয়ে করতে হবে এমন কি কোন নিয়ম আছে নাকি! রাফিকে জেরিনের বেটার মনে হয়েছে তাই ... তাই বলে জীবন এমন করবে? ওদের ছবিগুলো এভাবে ফেসবুকে দিয়ে দেবে? শুধু তাই নয়। সব ছবিগুলোতে সে রাফিকে ট্যাগ করেছে! আজিব! তাও ভাগ্য ভাল বলতে হবে যে জেরিন রাফির ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানত! খুব তাড়াতাড়ি সে ট্যাগগুলো রিমুভ করেছিল। ওইদিন আসলেই জেরিন খুব ভয়ে ছিল।

রাফি আবার কি না কি বলে! কিন্তু তার জন্য খুব অবাক করা বিষয় ছিল – রাফি তাকে কিছুই বলল না! জেরিন মনে মনে ভাবে, রাফি কি টিউব লাইট নাকি! যাই হোক! যাক বাবা বাঁচা গেল। তারপরও জেরিনের মনে কেমন যেন একটা খচখচে ভাব রয়ে গেল। এক দিন রাতে সে বলেই বসল, রাফি, তুমি আমাকে আর আগের মত ভালবাস না, তাই না? রাফি খুব শান্ত কণ্ঠে বলল, বাসি, বাসব না কেন? তবে আগে করুণা করতাম না, কিন্তু এখন করুণাও করি! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।