আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুকঃ বাঙ্গালি ও দোযখ।

এখন নয়। ভাই একটা কৌতুক আছে বাঙালিকে নিয়ে । কেয়ামত হয়েছে। এক ফেরেশতা দোযখ এ ভ্রমন করতে আসছে। দেখে যে বড় বড় গর্ত করে সেখানে মানুষদের শাস্তি দেয়া হচ্ছে।

আর গর্তের পাশে ফেরেশতারা শিক নিয়ে আছে। গর্ত থেকে মানুষ বের হওয়ার চেষ্টা করছে- গর্তের দেয়াল বেয়ে উঠার চেষ্টা করছে। আর ফেরেশতারা খোচা দিয়ে দিয়ে তাদের আবার ফেলে দিচ্ছে। যেই ফেরেশতা দেখতে এসেছিল সে একটা একটা করে অনেক গর্ত দেখলো। সবখানেই কম করে হলেও একটা ফেরেশতা দাঁড়ায় পাহারা দিচ্ছে।

হঠাৎ একটা গর্তের কাছে এসে দেখে যে ওই গর্তের পাশে কোনো পাহারা নাই। তো ফেরেশতা অবাক হয়ে অন্যদের প্রশ্ন করলো যে এই গর্তে কোনো পাহারা নাই কেন ! তখন অন্যরা উত্তর দিল যে ওই গর্তে বাঙ্গালিদের শাস্তি দেয়া হচ্ছে। তাই পাহারা নাই। তো ফেরেশতা খুবই অবাক ! বাঙালি- কি এমন জাতি যে এদের শাস্তি দেয়ার জন্য পাহারা লাগে না ! সে খুব হতবাক হয়ে গর্তের কাছে গেল কি হচ্ছে দেখতে। গিয়ে দেখে যে কোটি কোটি বাঙালি গিজগিজ করছে গর্তের মাঝে।

সবাই চিৎকার চেচামেচি করছে। কয়েকজন বের হওয়ার জন্য মই নিয়ে দেয়ালে বেয়ে উঠার চেষ্টা করছে। ফেরেশতা এইটা দেখে অন্যদের বললো আরে বের হয়ে যাচ্ছে তো - কে কোথায় আছো ! অন্যরা হেসে বললো আপনি এত অস্থির হয়েন না। কেউ বের হতে পারবে না। আপনি বসে দেখেন।

ফেরেশতা আরো অবাক ! দেখে যে আসলেই কেউ বের হয়ে আসছে না ! সে খুব অবাক হয়ে গর্তের কাছে গিয়ে দেখতে লাগলেন যে কি হয় ! দেখেন যে বাঙ্গালিরা খুব কষ্ট করে মই বানাচ্ছে। তারপর সেই বিশাল বিশাল মই গর্তের দেয়ালে ঠেশ দিয়ে রাখা হচ্ছে। আর তারপর শুরু হচ্ছে মারামারি। কে কার আগে যাবে। অনেক মারামারি করার পর যেই কয়জন মই বেয়ে একটু উঠতে পারছে অন্যরা তাকে টেনে নিচে নামাচ্ছে-নিজে উপরে উঠবে অন্যদের মাথায় পা দিয়ে।

কিন্তু সে যখন উপরে ঊঠতে যাচ্ছে - অন্যরা তাকেও টেনে নামাচ্ছে। শেষ পর্যন্ত কেউই উঠতে পারছে না। নিজেরাই নিজেদের টেনে নামাচ্ছে। অন্যের ভালো/ উন্নতি সহ্য করতে পারছে না। যে উন্নতি করার চেষ্টা করছে তাকে অন্যরা টেনে নামাচ্ছে।

তাই কেউই আর গর্তের তলা থেকে অর্ধেকও ঊঠতে পারছে না। আর তাই বাঙ্গালিদের গর্তের পাশে কোনো পাহারাও লাগছে না। -------------------------​--------- গল্পের সারমর্মঃ আপনারা বিবেচনা করে নিন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.