আমি খুবই নিরীহ একটি প্রাণী। আমর দুটি করে চোখ, কান, হাত ও পা আছে। আমার একটি নাক ও একটি মুখ ও আছে। শরীরে লাল রক্ত আছে, বুকের মাঝে একটি হৃদয় ও আছে বোধ করি। আমি এই কৌতুক দুটি ফেসবুকের "জোকস এর উপর ওষুধ নাই" নামক পেজ থেকে সংগ্রহ করেছি।
আশাকরি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টি নিয়ে পড়বেন।
=====================
এক পিচ্চি দোকানে গিয়েছে,
হাতে একটা বোতল।
পিচ্চি: এক লিটার আটা দিন তো ।
দোকানদারঃ বাবু ,
আটা লিটারে না কেজিতে বিক্রি হয় ।
পিচ্চি: আচ্ছা।
এই বোতলে এক কেজি আটা দিন
তো !
দোকানদারঃ আহ! বাবু, এভাবে না।
আটা বোতলে নেয় না ।
আচ্ছা তুমি আমার জায়গায় আস,
আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বলতে হয় ।
(পিচ্চি কাউন্টারের ওপাশে গেল আর
দোকানদার কাউন্টারের সামনে)
দোকানদারঃ এক কেজি আটা দিনতো,
.
.
.
.
.
পিচ্চি: বোতল আনছেন ?
=====================
সংসদের গেটের
সামনে ভাঙাচোরা একটা সাইকেলে
তালা মেরে রেখে যাচ্ছিল
এক লোক।
তা দেখে হা হা করে ছুটে আসে দারোয়ান।
চিৎকার করে বলে, ‘ওই
ব্যাটা, এখানে সাইকেল রাখছিস
কী বুঝে? জানিস
না, এ পথ দিয়ে মন্ত্রী-
মিনিস্টাররা যান। ’
লোকটা একগাল হেসে জবাব
দেয়, ‘কোনো সমস্যা নাই
ভাইজান, সাইকেলে তালা
মাইরা দিছি। ’
==================== ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।