আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুকঃ বাসায় আরো কয়েকটা আছে

নিজের সম্পর্কে কিছু বলার মত নাই। এক কথায বলতে গেলে উদ্দেশহীন ভাবে বেচে থাকা এক অলস যুবক।

এক লোক একবার বিশ্বের অত্যন্ত নামকরা এক ব্র্যান্ডের দোকান থেকে খুব দামী কিছু জাঙ্গিয়া কিনলো । কেনার পর লোকটার মনটা গেলো খারাপ হয়ে : " এত দাম দিয়ে জাঙ্গিয়া কিনলাম অথচ কাউকে দেখানো যাবে না " । হঠাত লোকটার মাথায় একটা বুদ্ধি খেললো ।

জাঙ্গিয়া গুলো যাতে অন্য কারো নজরে আসে, একটু প্রশংসা পায় - সেই আশায় সে ওগুলো ঘুরিয়ে ফিরিয়ে পড়তে লাগলো আর ইচ্ছা করেই প্যান্টের চেইন খোলা রেখে ঘুরে বেড়াতে লাগলো । এভাবেই চলছিলো । যাইহোক একদিন হঠাত লোকটা অন্য আরেকজনের নজরে পড়ল, তাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর সেই অন্য আরেকজন মজা করার জন্য বললো : "ভাই, আপনার জিনিসটা তো হেভি । " এই শুনে আমাদের গল্পের লোকটা তো সেইরকম খুশি - যাক এতদিনে ভালো জিনিসের কদর হলো । এদিকে সেইদিন যে সে জাঙ্গিয়া পড়ে নাই সেই খবর নাই ।

লোকটা খুশির চোটে বলে উঠলো : " ভাই আমার জিনিসটা আপনার পছন্দ হইসে ? শুধু এই একটা না, বাসায় আরো কয়েকটা আছে !!! "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.