আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুকঃ একজন চাকরিপ্রার্থী ইন্টারভিউ দিচ্ছে....(ছোট-বড় সবাই পড়তে পারবে)

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
কাজুবাদাম আর স্বামীর মধ্যে পার্থক্যঃ -বলুন তো, কাজুবাদাম আর স্বামীর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কী? -কাজুবাদাম চিবানো হয় পকেটে টাকা থাকলে, স্বামীকে চিবানো হয় টাকা না থাকলে। ================================== একজন চাকরিপ্রার্থী ইন্টারভিউ দিচ্ছেঃ : বাংলাদেশের তিন জন মহান ব্যক্তির নাম বলুন। : শেরে বাংলা এ.কে. ফজলুল হক, মাওলানা ভাসানী এবং আপনি, মানে আপনার নামটা যেন কী-? ================================= ম্যানেজারঃ আসলে আমরা দেখলাম, এই মুহূর্তে আমাদের আর কারও সাহায্যের প্রয়োজন নেই, তাই আপনাকে নিতে পারছি না? চাকরিপ্রার্থীঃ তাহলে তো স্যার এই পোস্টে আমি আমার চেয়ে আর কাউকে যোগ্য দেখছি না। আমি আমার জীবনেও কাউকে সাহায্য করিনি।

================================ যোগ্যতাঃ : নাইট র্গাড হিসেবে আপনার বিশেষ যোগ্যতা কি? : আমি স্যার অল্প গোলমালেই জেগে উঠতে পারি। ================================ ইংরেজি ও আরবিঃ ইন্টারভিউ বোর্ডে এক যুবককে প্রশ্ন করা হলো, বল তো “ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল” এর ইংরেজি কি হবে? : এটার ইংরেজি পারি না স্যার । আরবিটা পারি… : আরবিটা পার? ঠিক আছে বল । : ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন । ================================ ওভারটাইমঃ ইন্টারভিউ দিতে এসেছে এক চাকরিপ্রার্থী।

: আপনার বয়স কত? : ত্রিশ বছর। : আপনি কত বছর চাকরি করেছেন? : পঁয়ত্রিশ বছর। : এটা কী করে সম্ভব? : ওভারটাইম করেছি, স্যার। ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। ..........কমন পড়লে আমার কোন দোষ নেই.
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.