নতুন এক প্রযুক্তিপণ্য লেখককে ধরিয়ে দেবে বানান ভুল। প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, লার্নস্টিফট ডিজিটাল পেন দিয়ে লেখার সময় ভুল করলে স্বয়ংক্রিয়ভাবে কেঁপে উঠবে কলমটি।
লার্নস্টিফট একটি জার্মান শব্দ, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লার্নিং পেন।
পণ্যটির নির্মাতারা বর্তমানে ডিজিটাল এ কলমটির বানান প্রক্রিয়া এবং হাতের লেখার ধরণ নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন। কলমটি ভুল বানান এবং লেখার সময় কাটাকাটি শনাক্ত করতে পারে। নির্মাতারা একটি ধারাবাহিক ভিডিওতে কলমটির বিভিন্ন বিষয় নিয়মিত জানাচ্ছেন।
ডিজিটাল এ কলমটিতে ব্যবহার করা হয়েছে লিনাক্স অপারেটিং সিস্টেম, এআরএম প্রসেসর, কয়েকটি সেন্সর, ফিজিকাল ভাইব্রেশন ফিডব্যাক এবং ওয়াই-ফাই।
জার্মানির মিউনিখভিত্তিক নির্মাতারা কলমটির একটি নমুনাও তৈরি করেছেন। ভবিষ্যতে কলমটিতে ব্যাকরণ, বাক্যগঠন ও অন্যান্য ভাষার ফিচার যোগ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।