আর যাই হোক না কেন । আমি আকাশ থেকে ভেঙ্গে পরেছি । আমার ১ বিদেশী বন্ধু উপহার হিসেবে ১ টা ক্যামেরা পাঠায় । ৬০০ পাউন্ড । ওজন ১.৮ কেজি ।
DHL ফি ১২৩ পাউন্ড । প্রায় ৮৫ হাজার টাকার মত । কিন্তু কাস্টমস কিভাবে এত টাকা (১ লক্ষ ২ হাজার)দাবী করে ??
আমার জানামতে উপহারে ভ্যাট/ট্যাক্স নেয় না । কিছুদিন আগে তাকে ১ টা উপহার পাঠাই । নকশী কাথা ।
ওজন ১.৬ কেজি । কোন সমস্যা হয় নি । তার বাসায় গিয়ে পোঁছে দিয়েছে । কাস্টমস-এর টাকার পরিমাণটা আমাকে DHL বলেছে । আর কয়েকটা কাগজ বাসায় দিয়ে যায় ।
কোন সমাধান কি আছে ?? আমার এত টাকা দিয়ে উপহার তোলা সম্ভব না । আবার ফেরত পাঠানও সম্ভব না (DHL এর ভাষ্যমতে) ।
বিদ্রঃ DHL থেকে ১ জন আমাকে অফারও করেছে । ১৫ হাজার টাকা দিলেই উপহারটা এনে দিতে পারবে (এই ১ জন কিন্তু আনফিসিয়ালি আমাকে বলেছে ) !!!!!!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।