সন্তানের জন্য কলিজাটিও কেটে দিতে পারেন মা। এমন কথা খুব প্রচলিত। এবার সত্যিকার অর্থেই নিজের ফুটফুটে শিশুর জন্য খানিকটা কলিজা (যকৃৎ) কেটে দিলেন বৃটেনের এক মা। তাতেই বেঁচে গেছে এক বছরের শিশুটি। ব্রিটিশ এই মায়ের নাম লরা রো, ২৫।
শিশুটির নাম ক্যামেরন। অস্ত্রোপচার ছিলো খুবই কঠিন একটি কাজ। তবে তাও সফলভাবে সম্পন্ন করেছেন ব্রিটিশ চিকিৎসকরা। খবর বাংলানিউজের।
লরা রো বললেন, আমার সৌভাগ্য যে আমি নিজের সন্তানটিকে বাঁচিয়ে তুলতে পেরেছি।
খুব কম মা-ই পৃথিবীতে এমন ভাগ্য নিয়ে জন্মায়। লাইভ ভিডিও সার্জারির মাধ্যমে লিডস এর সেন্ট জেমস হসপিটালের চিকিৎসকরা লরার যকৃতের এক-তৃতীয়াংশ কেটে আলাদা করে তা বসিয়ে দিয়েছেন শিশু ক্যামেরনের শরীরে।
সার্জারির পর মা-ছেলে দুজনই ভালো আছে। ১৫ দিনের মাথায় তারা দুজনই হাসপাতাল ছেড়ে বাড়িতে গেছে। সেখানে স্বাভাবিক জীবন যাপনও করছে মা-শিশু।
শিশুর শরীরের ভেতরে মায়ের যকৃৎ ধীরে ধীরে বড় হচ্ছে আর মায়ের যকৃৎটিও ধীরে ধীরে ফিরে পাচ্ছে তার পূর্ণাঙ্গ আকার, এমনটাই বক্তব্য চিকিৎসকদের। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।