হ্যানিম্যান
ন্যাশনাল পার্কের নতুন ঠিকানা এবার চাঁদ । অনেক কবি সাহিত্যিক চাঁদকে নিয়ে মজার মজার ছড়া ,গল্প ও কবিতা লিখেছেন। চাঁদকে আমরা আদর করে মামা সম্বধন করে থাকি । চাঁদের বুকে পা রাখার জন্য মানুষ অগনিত অর্থ ব্যয় করেছে । চাঁদের স্নিগ্ধ আলোয় ভালবাসার কথোপকথন ভালবাসার গতিকে আরো বাড়িয়ে দেয় ।
সেই চাঁদে পার্ক বানানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র । এই উদ্দেশে ইতিমধ্যেই মার্কিন কংগ্রেসে বিলও আনা হয়েছে । যেখানে চাঁদে অ্যাপোলো লুনার ল্যান্ডিং সাইটস ন্যাশনাল হিস্টোরিক্যাল পার্ক তৈরির প্রস্তাব পেশ করা হয়েছে । বিলে বলা হয়েছে অ্যাপোলো লুনার প্রোগ্রাম মার্কিন ইতিহাসের শ্রেষ্ঠ কৃতিত্ব । বিভিন্ন বাণিজ্যিক সংস্থা এবং অন্যান্য দেশ এবার চাঁদে যেতে সক্ষম ।
এই পরিস্থিতিতে অ্যাপোলো লুনার অবতরণ স্থলের সংরক্ষণ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে । এই উদ্যোগ গৃহীত হলে অবতরণ স্থলের সংরক্ষণ এবং সুরক্ষা সুনিশ্চিত হবে । আবার এর মাধ্যমে আমেরিকার এই কৃতিত্বটি সবার সম্মতিও পাবে । আরও বলা হয়েছে , বিল পাস হওয়ার পর অ্যাপোলো লুনার অবতরণস্থলে ণ্যাশনাল পার্ক ব্যবস্থার একটি ইউনিট স্থাপন করতে হবে । যার ফলে ভ্রমণ পিপাসু মানুষেরা চাঁদের অপার সৌন্দর্য দেখার সুযোগ পাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।