আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটা অসাধারণ গেম এসাসিন্স ক্রীড (Assassin's Creed)

জীবনের পথে চলা নবীন এক পথিক... সোর্ড ফাইটের অনেক রকমের গেমসই আমার খেলা হয়েছে কিন্তু এসাসিন্স ক্রীডের মত গেম খুব কমই আমার চোখে পড়েছে। এখন ইউবিসফটের এসাসিন্স ক্রীড গেমটি জনপ্রিয়তার দিক থেকে প্রিন্স অফ পারসিয়া সিরিজকেও হার মানায়। মূলত এখন পর্যন্ত এসাসিন্স ক্রীডের তিনটি ট্রিলজি বের হলেও আজকে আলোচনা করব এর প্রথম পর্ব এসাসিন্স ক্রীড নিয়ে। এই গেমসের মূল চরিত্র হচ্ছে ডেসমন মাইলস ও আলতাইর ইবন লা আহাদ। ডেসমন মাইলস কে টেম্পলার রা অবস্টার্গো নামক ল্যাবরেটরিতে এনিমাস নামের একটি যন্ত্রের সাহায্যে ক্রুসেডের সময়কার এসাসিন আলতাইরের জীবন বৃতান্ত জানার জন্য বাধ্য করে।

এনিমাসের মাধ্যমে ডেসমনের DNA থেকে তার পূর্বপুরুষ আলতাইরের ঘটনা জানার জন্য তারা চেষ্টা করতে থাকে। ডেসমন এনিমাস এ থাকাকালে আলতাইরকে নিয়ে বিভিন্ন মিশন খেলতে হয়। আলতাইর হচ্ছে ক্রুসেডের সময়কার এসাসিন ব্রাদারহুডের একজন সদস্য। আল মুয়াল্লিমের নির্দেশে সে সমাজে অত্যাচারকারী বিভিন্ন টেম্পলারদের মারে। বিভিন্ন মিশনের মাধ্যমে গেমটির শেষের দিকে আলতাইর জানতে পারে আসলে আলমুয়াল্লিম তার দরকারের জন্য বিভিন্ন সময় টেম্পলারদের তাদের মাধ্যমে মেরে ফেলছে।

এবং পিস অফ ইডেন ব্যবহারের মাধ্যমে মানুষকে তার জন্য ব্যবহার করছে। এই জন্য গেমসের শেষে আলতাইর আলমোয়াল্লিমকে মেরে ফেলে ও অ্যাপল অফ ইডেন অন্য কোন জ়ায়গায় লুকিয়ে ফেলে। পরবর্তীতে তা টেম্পলারদের হাতে আসলেও শেষে আবার এজিও আউদিতোরে দ্য ফেরেঞ্জে (Assassin’s Creed II ও III এর নায়ক) এটাকে গোপনে লুকিয়ে রাখে। পিস অফ ইডেন আবার খুজে পাওয়ার জন্যই টেম্পলাররা ডেসমনকে দিয়ে তার পূর্বপুরুষ এসাসিনদের কাছে লুকানো পিস অফ ইডেনের লোকেসন খোজার চেষ্টা করে। এই গেমসের গেমপ্লে অন্যান্য সোর্ডফাইট গেমসের চেয়ে ভিন্ন।

লুকিয়ে শত্রুকে মারার জন্য আলতাইরের হাতে হিডেন ব্লেড লাগানো থাকে। এছাড়া সোর্ডের জন্য বেশ কিছু কম্বো আছে। এছাড়া দূর থেকে শত্রুকে মারার জন্য থ্রোয়িং নাইফ আছে যা দিয়ে লক করা শত্রুকে দূর থেকে ছুড়ি ছুড়ে মারা যায়। কামারের কাছ থেকে এসব থ্রোয়িং নাইফ চুরি করতে হয়। ছোট ড্যাগার টাইপের ওয়েপনও আছে যা শর্ট কম্ব্যাটে ব্যবহার করা যায়।

এই গেমসটি ওপেন ট্রেক ধরণের। সব দিকেই যাওয়া যায়। সিটির ম্যাপ আনলক করার জন্য বিভিন্ন ঈগল টাওয়ার থেকে সিঙ্ক্রোনাইজ করতে হয়। এই গেমটির সবচেয়ে ভালো দিক হল প্রায় সকল বিল্ডিং বা স্থাপনার উপর আলতাইর উঠতে পারে। গেমটি যে অসাধারণ তা বলার অপেক্ষা রাখে না।

তবে মাঝে গেমটি বোরিং মনে হতে পারে কিন্তু এর চোখ ধাধানো ফিনিশিং গেমারকে পরের সিক্যুয়েল খেলার জন্য বাধ্য করবে। এর পরের ভার্সনগুলো এর তুলনায় অনেক চমকপ্রদ হলেও প্রথম গেম হিসেবে এসাসিন্স ক্রীড অনেক সমৃদ্ধ। গেমটির ending আপনাকে অবশ্যই অবাক করবে তা নিশ্চিৎভাবে বলা যায়। যদি গেমটি খেলা না থাকে তবে খেলে ফেলুন এই অসাধারণ গেমটি। যারা এসাসিন্স ক্রীডের ফ্যান তারা Assassin's Creed lineage শর্ট ফিল্মটি দেখতে পারেন।

এসাসিন্স ক্রীড ২ এর কাহিনী অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এটা দেখলে। সামনের পর্ব পরে দিব। আমার ব্লগে আরো কিছু গেমসের রিভিউ দেখার আমন্ত্রণ রইল! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।