আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটা বর্ষার দিন



এই বছর ঢাকায় খুবই গরম পরলো। ঢাকায় আসার পর থেকে বৃষ্টির অপেক্ষায় ছিলাম, আর থাকবো নাই বা কেন, নাম তো আমার বর্ষা। যাই হোক দিন পাচেক আগে বেশ বৃষ্টি হয়ে গেল। গাড়িতে ছিলাম, ভালই লাগল। জ্যামে বসে বৃষ্টি দেখার মজাই আলাদা। বৃষ্টির দিনগুলোতে মান্না দে এই গানটা খুব মনে পড়ে: ওগো বর্ষা তুমি ঝরোনাগো ওমন জোরে কাছে সে আসবে তবে কেমন করে? রিমঝিম রিমঝিম রিমঝিম এলে নাহয় ঝরো তখন অঝরও ধারে যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে রিমঝিম রিমঝিম রিমঝিম বেশ কয়েক দিন ধরে ঝুম বৃষ্টি হচ্ছে। খুব মজা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।