সুশীলের ভেকধারী এক মহা ভন্ড!
শান্তর কাছে প্রথমে এই গানটা পাই। প্রথমবার মনে করেছিলাম কোন পুরানো গানের রিমিক্স বুঝি। মন দিয়ে শুনি নাই। পরে শুনে দেখি ভালোই। ঐদিন আরণ্যকের সাথে কথা বলতেছিলাম।
তখন সে আবার এই গানটার খবর দিলো। জট্টিল গান। মনপুরা নামে একটা সিনেমা আসতেছে। এইটা সেইটার গান। কৃষ্ণকলির গলা।
সোনারও পালঙ্কের ঘরে
লিখে রেখেছিলেম দ্বারে
যাও পাখি বল তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেকো ভালো থেকো
মনে রেখো এ আমারে
বুকের ভেতর নোনা ব্যাথা
চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপার একা। ।
যাও পাখি বল তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেকো ভালো থেকো
মনে রেখো এ আমারে
মেঘের উপর আকাশ ওড়ে
নদীর ওপাড় পাখির বাসা
মনে বন্ধু বড় আশা। ।
যাও পাখি যারে উড়ে
তারে কইয়ো আমার হয়ে
চোখ জ্বলে যায় দেখবো তারে
মন চলে যায় অদূর দূরে
যাও পাখি বল তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেকো ভালো থেকো
মনে রেখো এ আমারে
সোনারও পালঙ্কের ঘরে
লিখে রেখেছিলেম দ্বারে
যাও পাখি বল তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেকো ভালো থেকো
মনে রেখো এ আমারে
ডাউনলোড লিঙ্ক
আশরাফ পোলাডারে থ্যাঙ্কু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।