আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাদ প্রবচন

আলবেনিয়াম প্রবাদ আগুন চাকর হলে ভালো/ মনিব হলেই প্রাণ গেল। বুলগেরিয়ান প্রবাদ স্বামীকে দেখতে পাবে বৌয়ের মুখে/ বৌকে দেখতে পাবে স্বামীর পোশাকে পোলিশ প্রবাদ কর্তার মাথায় সর্দি জমেছে। আর চাকররা হেঁচে মরছে। অপরকে সহজে করো ক্ষমা নিজেকে কখনো করো না। রুশ প্রবাদ এক হাত দিয়ে যায় কি বাঁধা, একটাও গিঁট! গ্রীক প্রবাদ ডিম আর শপথ সহজেই ভাঙে সৌভাগ্য পেয়েছে যেÑ তার মোরগেও ডিম পাড়ে।

পালিয়েছে যে ভাই, সে কিন্তু ফের করতে পারে লড়াই। আইন হল মাকড়শার জাল বোলতাগুলো ছুটে পালায়, মাছিগুলো আটকে যায়। জাপানি প্রবাদ এক সঙ্গে দুটো খরগোশ ধরতে গেলেÑ একটাও ধরা যায় না। ইংরেজি প্রবাদ ফসল না ফলানো মাথা সে মাথা ফলায় কাঁটা যেটা জানে না সেটা ছাড়া গোপন রাখে না কিছুই মেয়েরা। ফরাসি প্রবাদ যত জমিজমা/তত মোকদ্দমা লাঠি যেখানে হারে/মিষ্টি কথা সেখানে টেক্কা মারে।

পর্তুগিজ প্রবাদ প্রেমটা চাঁদের মতন বাড় না থাকলে কমে তখন। মাছ আর অতিথিজন তো তিন দিনের দিন থেকে পচন। একজন মেয়ের একসঙ্গে দুজনকে ভালোবাসার মানে জেনো দুজনকে ঠকানো। যে বানালো ঝুড়ি একটা বানাবে সে একশটা। দুনিয়ায় আসার একটি পথ, কিন্তু যাবার পথ অনেক।

জানতে চাও ভবিষ্যৎটা, দেখ তবে অতীতটা। ড্যানিশ প্রবাদ ভালো তাস আছে অনেকের হাতে, যদি জানে চাল দিতে। আইরিশ প্রবাদ প্রেম ব্যামোটার, দাওয়াইও নাই, নাই ডাক্তার। নিজের নিজের মনটাই, নিজের রাজত্ব ভাই। ইতালিয় প্রবাদ বৌটি বাড়িয়েছো পা পাপের পথে, বুজে নাও স্বামীটি নয় নিরীহ মোটে।

বেলজীয় প্রবাদ আপন স্বার্থটাইÑ নর আর নারীর কষ্টি পাথর ভাই। ¯প্যানিশ প্রবাদ পড়শীকে মনে করো রাজাÑ কিন্তু তালাহীন রেখোনাকো কভু দরজা। বিয়েটা কী? না, সাপের ঝাঁপিতে হাত দেওয়া হায় মাছের আশাতে মেয়েরা যেন ছায়া হায় তাই ধরতে গেলেই পালিয়ে যায় আবার পালালে ধরতে পিছু নেয়। ড্যানিশ প্রবাদ মৌনতার বাড়া নেই মেয়েদের গয়না এ গয়নাটাই তারা কখনো পরে না। আÍজয়ী সবার বড় বিজয়ী।

ব্যাঙকে বসালেও সিংহাসনে তবু সে লাফ দেবে ডোবার পানে। ইদদিশ প্রবাদ সৌভাগ্যের গলি থেকে দুর্ভাগ্যের বাড়ি পৌঁছানো যায়/ বাড়ালেই এক পা কিন্তু দুর্ভাগ্যের পাড়া থেকে সৌভাগ্যের বাড়ি অনেক দূরের রাস্তা ডাচ প্রবাদ আসল কারণ যত মামলার/ আমার আর তোমার। স্লোভাকিয় প্রবাদ ছোটো খাটো উপহার তো, জিইয়ে রাখে বন্ধুত্ব। বৌ ঘোড়া তলোয়ারÑ কখনো দিয়ো না ধার। হƒদয় থেকে যা আসে না, হƒদয় মাঝে তা পশে না।

সার্বিয়ান প্রবাদ গিঁট না বেঁধেÑ করো না সেলাই ডাচ প্রবাদ ঘরে একজন মেয়ে ভালÑ তো ঘর ভর্তি আলো। ইদদিশ প্রবাদ গাধা খুঁজতে গেল শিঙটা ফিরল হয়ে কান কাটা। শত্রু হোক না পরম তবু পাবে না বন্ধুর চেয়ে উত্তম। সেরা ঘোড়ারও চাবুক চাই সেরা বুদ্ধিমানেরও উপদেশ চাই অতি সতী মেয়েরও একজন পুরুষ চাই। ¯প্যানিশ প্রবাদ জানে তিন জনা মানেÑ সকলের জানা।

চীন প্রবাদ দশ জন ঘটকের মধ্যে মিথ্যে বলে মোটে ন’ জন। পেটের ছেলে, পাখির ছানা উড়ে যায় গজালে ডানা। পূর্ব-পুরুষে গাছ লাগায় উত্তর পুরুষে ছায়া পায়। মাছ চাইছো তো গাছে কেন। মাছ টোপটিকে দেখে বড়শিটিকে দেখে না।

জার্মান প্রবাদ একটা গিঁট ছিঁড়ল মানে গোটা মালাটাই ছিঁড়ল। সুইস প্রবাদ প্রথম দিনে মেহমান, দ্বিতীয় দিনে বোঝা, তৃতীয় দিনে উৎপাত। বড় ঠুলির পেছনে জেনো ছোট মন থাকে লুকোনো। তরুণী মেয়ে আর পুরনো বাড়ি আগুনে জ্বলে বড় তাড়াতাড়ি। জেনোরিজ প্রবাদ মেয়ে মানুষ আর ঘোড়া, জাহাজ তোমার ততক্ষণ তাঁবে রাখতে পারবে যতক্ষণ।

জার্মান প্রবাদ যতো আলো ততো ছায়া হাসিতেই যায় মানুষ চেনা। ল্যাটিন প্রবাদ ধারে কেনোÑ নগদে বেচো। বুঝে-সুজে খরচ করাটা মস্ত আয় একটা। যে চলে না এগিয়ে সে চলে পিছিয়ে মেয়েরা হয় ভালোবাসে নয়তো করে ঘেন্না। ভোরের স্বপ্ন সত্যি হয়।

চোখই প্রেমের দূত। খোলাখুলি খারাপ যে মেয়ে অন্তত সৎ বলা চলে তাকে। ইটালীয় প্রবাদ দোকানদারের একটা চোখই যথেষ্ট/ খদ্দেরের একশ’ চোখও কম বড্ড। চেক প্রবাদ দরোজা খোলা পেলে দুর্ভাগ্য তবেই আসে। দাঁড় বাইলে তবেই ভগবানÑ মাঝির প্রতি হন সাহায্যবান।

জ্ঞানের লতা তিক্ত/ কিন্তু ফলটি মিষ্টি। ইটালীয় প্রবাদ ব্যর্থতা নেই তোমারÑ তবে সিদ্ধিও নেই তোমার। úোভাকিয়া প্রবাদ প্রাতে আলো খাওয়াÑ দীর্ঘ জীবন পাওয়া। কাজই জীবনের মা এস্তোনিয় প্রবাদ চলন্ত গাড়ির বোঝাÑ হয়ে যায় হালকা। সব ভারকেই হাল্কা করে ধৈর্য।

ভোরের মুখে সোনা থাকে। স্লোভাকিয় প্রবাদ ঘরের তিন ভাগ দাঁড়ায় স্ত্রীর ভরে, এক ভাগ থাকে স্বামীর ওপরে। সুইডিশ প্রবাদ জ্ঞানীর জিভ থাকে হƒদয়ে। ছায়াটা তুচছ অতি তবু তাকে/ মুছে দিতে সূর্যের নেই সাধ্যি। ল্যাটিন প্রবাদ চোখ দিয়ে চুরি করা নয় কোনো অপরাধ।

কুড়ে হলে সব জায়গাই কঠিন মনে হবে। ফিনিশ প্রবাদ লাভ করে ধনী হয়নি সঞ্চয়েতেই ধনী। কোনো রাত এত বড় না যে, দিন তার শেষে আসবে না। তুললে মুগর বেশি উপরে নিজের মাথায় পড়তে পারে। না জানলে আগুন জ্বালতেÑ জানে না সে ভালবাসতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।