নয়া যামানার নয়া পথিক,পথ হারিয়ে ছুটনা দিক্বিদিক ১১)"খুঁটির জোরে ভেড়া নাচে। "
অর্থঃ প্রভাবশালীর দাপটে অন্যের বাহাদুরী
১২) "বাঁশ মরে ফুলে
মানুষ মরে বোলে। "
অর্থঃ অন্যের কথায় একজন আরেকজনের প্রাণঘাতী শত্রু হয়ে দাঁড়ায়।
১৩) "আ-কথাও কথা হয়
যদি দশে কয়। "
অর্থঃ জনগণ সবাই কোন একটি বাজে কথা বললেও সে কথাটি মূল্যবান কথা হয়।
১৪)"দশের মুখে জয়
দশের মুখে ক্ষয়। "'
অর্থঃ জনগণের উপরই মানুষের সুনাম ও কুনাম হয়।
১৫)"মনিব বৈরি রাষ্ট্র ছাড়ি
দেশ বৈরি প্রাণে মরি। "
অর্থঃ কোন লোকের বৈরিতার শিকার হলে দেশ ছেড়ে বাঁচা যায় কিন্তু দেশের শত্রু হলে প্রাণে মরা ছাড়া উপায় নেই।
১৬)"ফুরালে বাগানের আম
কি খাবিরে হনুমান।
"
অর্থঃ আলস্যের পরিণতিতে খারাপ অবস্থা হয়।
১৭)"যার বিয়ে তার খবর নেই
পাড়া-পড়শীর ঘুম নেই। "
অর্থঃ অনর্থক চিন্তা করা ভাল নয়।
১৮)"ওল বলে মানকচু
তুমি বড় লাগো। "
অর্থঃ নিজের দোষ ঢাকতে একজন আরেকজনকে দোষ দেয়।
১৯)"বড়র পিরীত বালির বাধ
ক্ষণে হাতে দড়ি,ক্ষণে চাঁদ। "
অর্থঃ ধনী লোকের সাথে বন্ধুত্ব বিপদজনক।
২০) আটে-পীঠে ধর
তবে ঘোড়ার পিঠে চড়। "
অর্থঃ কাজ করার যোগ্য না হলে কাজ করতে যাওয়া উচিৎ নয়।
২১)"আমে দুধে মিলে মিশে
আঁটি যায় মরা ঘাসে।
"
অর্থঃ যোগাযোগকারী অবাঞ্চিত হওয়া।
২২)চোর রইল চথুরাত পড়ি
সাওধের গলায় লাগল দড়ি। "
অর্থঃ চালাকি করে দোষী বেঁচে গেলে, সে অপরাধে কোন নিরপরাধ ব্যক্তি দন্ডিত হল।
২৩)"দিন যায় কথা থাকে
সময় যায় ফাঁকে ফাঁকে। "
অর্থঃ দুঃখের সময় কেটে যায়, কিন্তু মানুষের দুর্ব্যবহারের দাগ মন থেকে মুছে যায় না।
২৪)"আয়েম যদি মন্দ হয়
দুর্বা-ক্ষেতে বাঘের ভয়। "
অর্থঃ যেখান থেকে কেউ কোন বিপদের আশঙ্কা করে না, দুর্দিনে সে স্থান হতেও বিপদ ঘটে থাকে।
২৫)"সময় গুণে আপন-পর।
ঘোরা-গাধা এক দর। "
অর্থঃ সুসময়ে পরও আপন হয়, আর দঃসময়ে আপনও পর হয়।
সময়ে গাধার দামে ঘোড়া ও ঘোড়ার দামে গাধা বিক্রি হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।