আমাদের কথা খুঁজে নিন

   

পুরান ঢাকার যুবককে গুলি করে হত্যা

শনিবার রাত ১০টার দিকে নবাবপুর রোডের জনতা ব্যাংকের বিপরীতে টেকের হাট গলির মাথায় এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
তার পরনে ছিল জিন্স প্যান্ট ও লাল রঙের টি-শার্ট। বয়স আনুমানিক পঁয়ত্রিশ হবে বলে বংশাল থানার উপপরিদর্শক (এসআই) খোদা নেওয়াজ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, একটি মোটর সাইকেলযোগে দুই যুবক এসে ওই ব্যক্তিকে গুলি করে পালিয়ে গেছে বলে তারা জানতে পেরেছেন।
মিটফো্র্ড হাসপাতালের জরুরি বিভাগের চিকিসক মো. হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের মাথা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং মাথায় জখমের চিহ্ন রয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।