কবিতা উৎপাদন মূলক, শরীরবৃত্তীয় মরিয়ম বেগম ১৮০৭৯৬ হঠাৎ বিদ্যুত গেল কলেজের প্রেমের মতন কড়া নড়ার ভদ্রতায় এল মরিয়ম মোমের জিহ্বায় আগুন লাগিয়ে, আলোর লীলা লেহ্য প্রকৃতির দেখে গুমোট বাতাসও লাল নতুবা আলোও নিবিয়ে দেবার ভ্রুভঙ্গিতে- ‘ওমা! কবিরও কি উত্তাপ উছলে’ বলল মিনার মার্কা খোঁপা ভেঙ্গে মরিয়ম বেগম। চা তবু জুড়ায়েছে- পড়িতেছেনা ২৪০৫৯৮ মরিয়ম একখানা বই খুলিয়া রাখিয়াছে- পড়িতেছেনা গোমরা মুখো বাষ্প তুলিয়া চায়ের পিয়ালাখানা জুড়ায়ে গিয়েছে তার টেবিলের ‘পরে মরিয়ম চা তো বড় ভালবাসে জানি, ভালবাসে গল্পে গল্পকেও তারাদের জামা গায়ে দিয়ে আছে রাত পরণেতে পরে আছে নিজস্ব আঁধার আজ ঘরে আলনায় আগোছালো নেই নিয়মিত পাঞ্জাবী-পাজামা ‘টিও মনেপড়া জোছনার পরমাণু উড়িতেছে জোনাকি হয়ে চা তবু জুড়ায়েছে -পড়াশোনাও
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।