আমাদের কথা খুঁজে নিন

   

পুরান কথা আজ আর মনে নেই

রবি কি সোম সব দিন আমার আজ এক।

চারিত্রিক সনদ নিতে আসি নাই চরিত্র কাড়ব আজ কি ভয় পাচ্ছো ? নাহ অমন কিছু করব না, ভালোবাসার পরীক্ষায় প্রথম হলেও পুরস্কার জোটেনি ভাগ্যে তাতে আর কস্ট নাই, লিস্টে নাম না থাকা সুমিত পেয়েছে সব কিছু তাকেও নিয়ে হিংসা নাই। কি মনে পড়ছে এবার আমার কথা ? সুমিতের হাত ধরে যেদিন চলে গেলে লাল ছাতাটা মাথায় দিয়ে, অনেক দূরে লালমিয়ার দোকানে লুকিয়ে ছিলাম, তোমায় শেষবার দেখব বলে, তুমি হাসতে হাসতে গালে টোল ফেলে যাচ্ছ, সুমিত হাসছে জেতার আনন্দে পাগলপ্রায় হয়ে, তোমার সাদা জামাটা বাতাসের ঢেউয়ে দোলা খাচ্ছে, আমি দাড়িয়ে ছিলাম নিজের পথের রাস্তা ঝেড়ে ফেলে। অনেকদিন পর তোমায় দেখে মনে হল যাই, একটু কথা বলি কতটা সুখি তুমি আজ সুখ কেনবেচার হাটে, কতটা হাসতে পারো আজও গালে টোল ফেলে সুমিত কি আজও হাসিতে পাগলপ্রায় আরো কত প্রশ্ন আজ মনের মাঝে, আজ তোমার পরনে রঙিন শাড়ি, বঙ বদলের মত বদলে গেছে সুমিতও কিচ্ছু জিজ্ঞেস করতে আর ইচ্ছে করছে না, দেখো ঐযে সাদা ফ্রক পরে ছোট মেয়েটা আমাকে ডাকছে, আমার নিজের মেয়ে, স্বপ্নের সাথী আমার আমার পুরান কোন কথা আজ আর মনে নেই, ওকে আমি সাদা জামা পড়াব মনের মত করে। ২৯ শে মে, ২০০৮ সকাল ৮:৪০


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।